হিন্দমোটরে ছিনতাই, ভরসন্ধ্যায় বন্দুক ঠেকিয়ে লুঠ লক্ষাধিক টাকা
ঘটনাটি ঘটেছে হিন্দমোটরের মাইতি পাড়া এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে ডানকুনির বাসিন্দা বাবাই নামে ওই যুবক বেসরকারি সংস্থার হয়ে টাকা কালেকশনের কাজ করেন।
নিজস্ব প্রতিবেদন: বন্দুক ঠেকিয়ে বাইক আরোহীর কাছ থেকে কয়েক লাখ নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে হিন্দমোটরের মাইতি পাড়া এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে ডানকুনির বাসিন্দা বাবাই নামে ওই যুবক বেসরকারি সংস্থার হয়ে টাকা কালেকশনের কাজ করেন।
তাঁর অভিযোগ, প্রত্যেক দিনের মতো সোমবার বিকেলে টাকা কালেকশন করে ফিরের পথে তিনটি বাইকে করে পাঁচজনের এক দুষ্কৃতী দল চড়াও হয় তাঁর ওপর। আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠের পর তাঁকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, এলাকা ছাড়ার আগে স্থানীয়দেরও বন্দুক উঁচিটে শাসায় দলটি।
আরও পড়ুন: ‘ঔদ্ধত্য গর্দ্ধলোক... ছিঃ ছিঃ ছিঃ', জেএনইউ বিতর্কের মাঝে কলম ধরলেন মমতা
এরই মাঝে একটি মোটর বাইক ফেলেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। থানায় অভিযোগ জানিয়েছে বাইক আরোহী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে একটি বহু তলের CCTV ফুটেজ খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিস।
আরও পড়ুন: জেএনইউয়ের আঁচ শহরে; সুলেখা মোড়ে মুখোমুখি ৩ মিছিল, বিক্ষোভ-লাঠিচার্জে তুলকালাম এলাকা