১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে বাড়ল বিধিনিষেধের সময়সীমা, জারি নাইট কার্ফু

৫০ শতাংশ লোক নিয়ে ইন্ডোরে আয়োজন করা যেতে পারে সরকারি অনুষ্ঠান।

Updated By: Jul 29, 2021, 12:09 PM IST
১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে বাড়ল বিধিনিষেধের সময়সীমা, জারি নাইট কার্ফু

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বাড়ল বিধিনিষেধের সময়সীমা। ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হল বিধি-নিষেধের সময়সীমা। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল থাকছে নাইট কার্ফু। কেবল জরুরি পরিষেবায় ছাড়।

এবার সরকারি অনুষ্ঠান প্রসঙ্গে একটি বিশেষ নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার। যাতে স্পষ্ট বলা হয়েছে ৫০ শতাংশ লোক নিয়ে আয়োজন করা যেতে পারে সরকারি অনুষ্ঠান, তবে তা ইন্ডোর করতে হবে। অর্থাৎ প্রকাশ্যে সেই অনুষ্ঠান করা যাবে না। এছাড়়া বিধিনিষেধ যাতে কঠোর ভাবে মান্য করা হয়, সেজন্য পুলিস-প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: East Burdwan: গলসিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ৩ মহিলাকে পিষল বেপরোয়া গতিতে আসা গাড়ি

আরও পড়ুন: Bhatpara-য় পুলিসকে লক্ষ্য করে বোমাবাজি, জখম ২, Exclusive ফুটেজ Zee ২৪ ঘণ্টার হাতে

দু'দিন পর বুধবার রাজ্যে ফের বাড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বুধবার সংক্রমিতের সংখ্যা ছিল ৮১৫। মঙ্গলবার যা ছিল ৬৬২ জন। বুধবার কলকাতায় সংক্রমিতের সংখ্যা ছিল ৮১। ১১৪ জন আক্রান্ত হয়েছিলেন উত্তর ২৪ পরগনায়। সেই ৬ জুলাইয়ের পর ফের একশোর উপরে উঠে দৈনিক সংক্রমণ। বুধবার মৃতের সংখ্যা বেড়ে হয় ১৪ জন।

.