ভোট মিটতেই রদবদল রাজ্য পুলিসে, বদলি করা হল ৬ IPS-কে
নর্থ বেঙ্গল রিজিয়নের আইজি ছিলেন বিশাল গর্গ। তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতার অ্যাডিশনাল সিপি-র পদে
নিজস্ব প্রতিবেদন: ভোটের পরে রাজ্যের ৬ আইপিএস অফিসারকে বদলি করল রাজ্য সরকার। বুধবার এক নির্দেশিকা জারি করে ওইসব অফিসারদের বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি রুটিন বদলি বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন-এবার হাত বাড়াল বেহালা গুরুদ্বার; সকলের জন্য খুলে দিল ফ্রি অক্সিজেন-লঙ্গর
নর্থ বেঙ্গল রিজিয়নের আইজি ছিলেন বিশাল গর্গ। তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতার অ্যাডিশনাল সিপি-র পদে।
দেবেন্দ্র প্রকাশ সিং ছিলেন শিলিগুড়ি পুলিস কমিশনরারেটের সিপি। তাঁকে নর্থ বেঙ্গল রিজিয়নের আইজি করে পাঠানো হচ্ছে।
সব্যসাচী রমণ মিশ্র ছিলেন শিলিগুড়ি পুলিস কমিশনারেটের জয়েন্ট সিপি। তাঁকে তাঁকে পাঠানো হচ্ছে CIF-র জিআইজির পদে।
শ্রীমতি অঞ্জলি সিং ছিলেন শিলিগুড়ির SRP পদে। তাঁকে পাঠানো হচ্ছে SAP সেকেন্ড ব্যাটালিয়নের CO-র পদে।
আরও পড়ুন-Rose-tinted চশমাটা খুলে দেখুন; দেশের তীব্র কোভিড সঙ্কট নিয়ে মোদীকে কড়া আক্রমণ রাহুলের
শ্রীহরি পাণ্ডে ছিলেন OCW, WBPD পদে। তাঁকে পাঠানো হচ্ছে ব্যারাকপুর পুলিস কমিশনারেটের ডিসির পদে।
প্রদীপ কুমার যাদব ছিলেন SAP-এর চতুর্থ ব্যাটালিয়নের CO পদে। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে STF এর SP পদে।
ধৃতিমান সরকার ছিলেন কম্ব্যাট ব্যাটালিয়নের ডিসি পদে। তিনি অবশ্য ওই পদেই থাকছেন।