সরকারি নার্সদের আরও ‘মানবিক’ হতে নির্দেশিকা রাজ্যের, পাল্টা তোপ নার্স সংগঠনের

প্রসবের সময় অনেক সময়ই নানা জটিলতায় মা ও সদ্যোজাতের মৃত্যু হয়। গত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য পরিসংখ্যান এ বিষয়ে বেশ আশঙ্কার। উঠে এসেছে নিয়মবিধি না মানার অভিযোগও

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Jan 17, 2020, 06:33 PM IST
 সরকারি নার্সদের আরও ‘মানবিক’ হতে নির্দেশিকা রাজ্যের, পাল্টা তোপ নার্স সংগঠনের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  প্রসূতি ও সদ্যোজাতের  মৃত্যু ঠেকাতে উদ্যোগী সরকার। বিজ্ঞপ্তি জারি করে চিকিত্‍সায় আরও মনোযোগী ও মানবিক হওয়ার কড়া নির্দেশ সরকারি নার্সদের। স্বাস্থ্যভবনের জারি করা নির্দেশিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নার্স সংগঠনের সদস্যেরা।

প্রসবের সময় অনেক সময়ই নানা জটিলতায় মা ও সদ্যোজাতের মৃত্যু হয়। গত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য পরিসংখ্যান এ বিষয়ে বেশ আশঙ্কার। উঠে এসেছে নিয়মবিধি না মানার অভিযোগও।  সরকারি নার্সদের বিরুদ্ধেও কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। প্রসবকালীন মৃত্যুর হার ঠেকাতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্যভবন। ক্ষুব্ধ স্বাস্থ্যদফতরও। রোগীদের চিকিত্‍সায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে নার্সদের।

আরও পড়ুন- সংরক্ষণের গেরোয় টিকিট নিয়ে টানাটানি তৃণমূল অন্দরে, চিন্তায় হেভিওয়েট কাউন্সিলররা

নার্সদের জন্য স্বাস্থ্যভবনের তরফে জারি হয়েছে সরকারি নির্দেশিকা বলা হয়েছে,

** সরকারি নার্সদের কাজের প্রতি মনোযোগী হতে হবে

 ** ইতিবাচক মানসিকতা এবং দায়বদ্ধতা বাড়াতে হবে

** নার্সদের উপর সিস্টার ইনচার্জ এবং নার্সিং সুপারদের নজরদারি রাখতে হবে সুনির্দিষ্ট ভাবে

** প্রসূতি এবং পরিজনদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে নানা অভিযোগ সর্বদাই। সে বিষয়ে নার্সদের সতর্ক হতে হবে।

 ** নার্সদের মেধা এবং দক্ষতা বাড়াতে হবে। প্রয়োজনে বিশেষ ভাবে কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে।

** হাসপাতালে নিয়ম-কানুন এবং রোগী স্বার্থ মেনে চলতে হবে নার্সদের।

** 30% এর বেশি নার্সকে একসঙ্গে ছুটি দেওয়া যাবে না।

স্বাস্থ্যভবনের নির্দেশিকাকে তুঘলকি নির্দেশিকা বলেই তোপ দেগেছেন নার্স সংগঠন। নার্সদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকেও চিকিত্‍সায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

.