ভোটের আগে কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়, স্পষ্ট জানালেন সুব্রত

ব্রত মুখোপাধ্যায়ের কথায়,  “ভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোট নয়। যা কিছু হবে লোকসভা ভোটের ফলাফলের পরেই হবে।” 

Updated By: Dec 18, 2018, 06:10 PM IST
ভোটের আগে কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়, স্পষ্ট জানালেন সুব্রত

নিজস্ব প্রতিবেদন:  আরও একবার প্রাক ভোট জোট জল্পনা ওড়াল তৃণমূল কংগ্রেস। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ইঙ্গিত, ভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোটের কোনও প্রশ্নই আসছে না।

আরও পড়ুন: রথযাত্রা নিয়ে লালবাজারে বিজেপির সঙ্গে বৈঠকের ভিডিও বুধবার জমা দিতে হবে রাজ্যকে: হাইকোর্ট

সুব্রত মুখোপাধ্যায়ের কথায়,  “ভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোট নয়। যা কিছু হবে লোকসভা ভোটের ফলাফলের পরেই হবে।” তিনি বলেন,  “বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ কে? এটা নিয়ে এখন কোনও আলোচনা নয়, যা সিদ্ধান্ত হওয়ার ভোটের পরেই হবে।”

যদিও জোট প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্যকে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, “সুব্রত মুখোপাধ্যায়ের মতো এতো বর্ষীয়ান ও অভিজ্ঞ নেতা এরকম বালখিল্য কথা বলল কী করে কে জানে! আমি অবাক হয়েছি।” তিনি বলেন, “আমরা জোটের কথা বলিনি, তৃণমূলও না।”

আরও পড়ুন: আপাতত ‘থামল’ রথ, পদযাত্রায় বিকল্প ভাবনা বঙ্গ বিজেপির

এদিকে বিজেপির  রথযাত্রা নিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের কটাক্ষ, “রথযাত্রা বের করতে হলে লোক দরকার।  বিজেপির লোকই নেই তো রথযাত্রা বের করবে কীভাবে?”

 

.