আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে পুলিস: রাজ্যপালকে অভিযোগ শুভেন্দুর, টুইট রাজ্যপালের

একদিনেই হাওয়া বদলে গেল। ঠিক একদিনেও নয়, কয়েক ঘণ্টায়। 

Updated By: Dec 16, 2020, 07:23 PM IST
আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে পুলিস: রাজ্যপালকে অভিযোগ শুভেন্দুর, টুইট রাজ্যপালের

নিজস্ব প্রতিবেদন: একদিনেই হাওয়া বদলে গেল। ঠিক একদিনেও নয়, কয়েক ঘণ্টায়। 

এতদিন রাজ্যপালের কাছে বিরোধীরাই রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাত। এখন জানালেন শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI)। আজ, বুধবারই বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে এসেছেন শুভেন্দু। যদিও স্পিকারের (SPEAKER) অনুপস্থিতিতে তিনি সচিবের কাছেই তাঁর হাতে লেখা চিঠি জমা দিয়েছেন। 

 

ALSO READ: বিধানসভার সচিবের কাছে জমা ইস্তফাপত্র, Suvendu-র ইস্তফা নিয়ে তৈরি হল আইনি জটিলতা

কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই শুভেন্দু রাজ্যপালের (GOVERNOR OF WESTBENGAL) কাছে অভিযোগ জানালেন এই মর্মে যে, পুলিস (STATE POLICE) তাঁকে ও তাঁর অনুগামীদের মিথ্যা মামলায় ফাঁসাতে চেষ্টা করেছে। স্বভাবতই শুভেন্দুর এই অভিযোগে সাড়া পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। 

রাজ্যপালও এ নিয়ে একটি টুইট করে বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই শুভেন্দু ও তাঁর অনুগামীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এই মর্মে তাঁর কাছে অভিযোগ করে তাঁর হস্তক্ষেপ চাওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফে।    

.