গায়ের রঙ হুবহু নয়, সৌমিত্রর মোমের মূর্তি নেবে না Mother's Wax Museum

সূত্রের খবর, কমিটির তরফ থেকে জানানো হয়েছে গায়ের রঙ সঠিক না হওয়ার কারণে আবেদন খারিজ করা হয়েছে।

Updated By: Dec 23, 2020, 12:22 PM IST
গায়ের রঙ হুবহু নয়, সৌমিত্রর মোমের মূর্তি নেবে না Mother's Wax Museum

নিজস্ব প্রতিবেদন: গায়ের রঙ ঠিক হয়নি। কাজেই মাদার ওয়াক্স মিউজিয়ামে জায়গা পাবে না মোমের তৈরি সৌমিত্রর এই মূর্তি। দু-বছর আগে সৌমিত্র বাবুর মোমের মূর্তি গড়েছেন ভাস্কর সুশান্ত রায়। এরপর বড়দিনের আগেই সেই পূর্ণাবয়ব মূর্তি নিউটাউনে হিডকোর মাদার ওয়াক্স মিউজিয়ামে রাখার ব্যাপারে কতৃপক্ষের কাছে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এর আগেও সুশান্ত বাবুর তৈরি একাধিক মোমের মূর্তি এই সংগ্রহশালায় স্থান পেয়েছে। তার প্রস্তাব গৃহীতও হয়েছিল বলে জানা গিয়েছিল।

আরও পড়ুন:  প্রথম Metro ঢুকল Dakshineswar-এ, দেখুন কেমন হল স্টেশনের অন্দরমহল, Exclusive ছবি

তবে মিউজিয়ামের ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটির কাছে ইতিমধ্যেই মূর্তির ছবি জমা পড়েছে। তাXরা চাক্ষুষ মূর্তি দেখে সবুজ সঙ্কেত দিলেইই মূর্তি মিউজিয়ামে স্থান পেত। কিন্তু সূত্রের খবর, কমিটির তরফ থেকে জানানো হয়েছে গায়ের রঙ সঠিক না হওয়ার কারণে আবেদন খারিজ করা হয়েছে।

.