আগামি সপ্তাহে বয়স ৩ মাস পূর্ণ হচ্ছে Darjeeling Zoo-র ৩ Snow Leopard শাবকের
এই প্রথমবার চিড়িয়াখানাটিতে Snow Leopard শাবকের সংখ্যা দাঁড়াচ্ছে ৪।
নিজস্ব প্রতিবেদন: স্নো লেপার্ডের ছানাদের বয়স ৩ মাস পূর্ণ হতে চলেছে দার্জিলিং চিড়িয়াখানায়। খুশির হাওয়া এই প্রতিষ্ঠানে।
মাসতিনেক আগে Snow Leopard Mother Zima তিনটি শাবকের জন্ম দিয়েছিল এই Padmaja Naidu Himalayan Zooloigical Park (PNHZP) তথা Darjeeling Zoo-তে। তখনই এ নিয়ে এক প্রস্ত খুশির হাওয়া বয়ে গিয়েছিল পাহাড়ি অঞ্চলের এই চিড়িয়াখানায়। Zima-র ৩ শাবকের মধ্যে ২টি পুরুষ শাবক, ১টি স্ত্রী শাবক ছিল।
আরও পড়ুন: মাল ব্লকের শিরুবাড়ি এলাকায় ধস, বন্ধ রাস্তা
চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, আগামি ১২ জুলাই সোমবার ওই শাবকগুলির বয়স ৩ মাস পূর্ণ হবে। এবং এর জেরে এই প্রথমবার চিড়িয়াখানাটিতে Snow Leopard শাবকের সংখ্যা দাঁড়াচ্ছে ৪-- তিনটি Zima-র, একটি Morning নামক অন্য এক Snow Leopard-য়ের।
প্রসঙ্গত, Darjeeling Zoo হল ভারতে Snow Leopard ব্রিডিংয়ের Co-ordinator। তা ছাড়া, ২০১৩ সাল থেকেই ভারত Global Snow Leopard and Ecosystem Protection (GSLEP) Programme-এর অন্যতম অংশীদারও।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: করোনা-আবহেই একটু একটু করে তৈরি হয়ে উঠল আদিবাসী জীবননির্ভর 'নিষাদ'