সংযুক্ত মোর্চার প্রচারে বাধা, সভাস্থল দখল করে কর্মসূচির অভিযোগ TMCর বিরুদ্ধে

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে থানা ঘেরাও করেছে সংযুক্ত মোর্চা।

Updated By: Apr 13, 2021, 09:20 AM IST
সংযুক্ত মোর্চার প্রচারে বাধা, সভাস্থল দখল করে কর্মসূচির অভিযোগ TMCর বিরুদ্ধে
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: সংযুক্ত মোর্চার সভাস্থল দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘাসফুলের সভার জেরে প্রচার কর্মসূচি বাতিল হয়েছে জোটের, এমনই দাবি করেছেন দলের কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে থানা ঘেরাও করেছে সংযুক্ত মোর্চা। সোমবার রাতে জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন থানা ঘিরে বিক্ষোভ দেখায় কংগ্রেস।

আরও পড়ুন: WB Assembly Election 2021: TMC-BJP দুষ্কৃতীরা ভোট দিতে বাধা দিতে এলে গাছে বেঁধে রাখুন, নিদান ISF নেতা নওশাদ সিদ্দিকির

সংযুক্ত মোর্চার অভিযোগ, এদিন রাতে জলপাইগুড়ির কদমতলা সংলগ্ন এলাকায় জনসভা করার কথা ছিল মোর্চা প্রার্থী সুখবিলাস বর্মার। কিন্তু সেই সভাস্থল দখল করে আগেই প্রচার শুরু করে দেয় তৃণমূল। পুলিসে অভিযোগ জানিয়েও শাসকদলের প্রচার বন্ধ করা যায়নি যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

Tags:
.