বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগ, ইয়াস-বিধ্বস্ত এলাকায় গিয়ে তদন্তের আশ্বাস অভিষেকের

ইয়াস বিধ্বস্ত পাথরপ্রতিমা ও সন্দেশখালি পরিদর্শনে তৃণমূল সাংসদ।

Updated By: Jun 2, 2021, 02:50 PM IST
বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগ, ইয়াস-বিধ্বস্ত এলাকায় গিয়ে তদন্তের আশ্বাস অভিষেকের

নিজস্ব প্রতিবেদন: ভেঙে পড়া নদী বাঁধগুলো দিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় এখনও জোয়ারের জল ঢুকছে। আয়লা, আমপানের পরেও বাঁধ নির্মাণ সঠিক ভাবে হল না কেন?কার গাফিলতিতে কাজ হল না? সেই বিষয় তদন্ত হবে বলে জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ইয়াস বিধ্বস্ত পাথরপ্রতিমা ও সন্দেশখালি পরিদর্শনে গিয়ে একথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নদী বাঁধগুলোর অবস্থা খতিয়ে দেখেন তিনি৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "মানুষের জীবন আমাদের কাছে সবার আগে। কোথায় গাফিলতি ছিল তা দেখা হবে।" বুধবার লঞ্চে করে ইয়াস বিধ্বস্ত পাথরপ্রতিমা ও সন্দেশখালি এলাকা পরিদর্শন করেন তিনি৷ পাথরপ্রতিমায় নেমেই প্রথমে একটি রিলিফ ক্যাম্পে যান৷ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন৷ রাজ্য সরকার যে সম্পূর্ণ ভাবে তাঁদের পাশে রয়েছে, সেই আশ্বাস দেন৷

আরও পড়ুন: নেশার টাকা না পেয়ে মাকে খুন! গ্রেফতার ছেলে

আরও পড়ুন: Zee 24 ঘণ্টার ক্যামেরার সামনে মনের কথা বললেন সুন্দরবনবাসী: আগে বাড়ি নয়, আগে চাই বাঁধ!

এদিন ডায়মন্ড হারবারের সাংসদের সঙ্গে ছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা এবং স্থানীয় বিধায়ক সমীর জানা৷ রিলিফ ক্যাম্পগুলোতে খাবার যাতে ঠিক ভাবে পৌঁছায় স্থানীয় প্রশাসন, মন্ত্রী ও বিধায়ককে, সেদিকে নজর রাখার নির্দেশ দেন তিনি৷ ত্রাণ বণ্টন নিয়ে যাতে কোনও অভিযোগ না ওঠে সেই বিষয়টিও মাথায় রাখতে বলেন তিনি৷ দলের কর্মীদেরও এই সমযের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন{

.