করোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকে প্রায় ১৩ কোটি টাকা দিলেন তৃণমূলের ২২ এমপি

ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সাংসদ তহবিল থেকে করোনা চিকিত্সায় দিয়েছেন ৫০ লাখ টাকা

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Mar 29, 2020, 07:43 PM IST
করোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকে প্রায় ১৩ কোটি টাকা দিলেন তৃণমূলের ২২ এমপি

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস মোকবিলায় রাস্তায় রাজ্য প্রশাসন। করোনা সচেতনতা বাড়াতে ও মানুষজনকে ঘরে থাকার ব্যাপারে সচেতন করতে রাস্তায় নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী। এবার করোনাভাইরাস নির্ণয় ও প্রয়োজনীয় চিকিত্সার জন্য অনুদান দিলেন তৃণমূল কংগ্রেসের ২২ সাংসদ। এঁরা নিজেদের এমপি ল্যাডের টাকা থেকে অর্থ জমা দিয়েছেন নিজেদের জেলার ডিএমদের কাছে। এমনটাই জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

আরও পড়ুন-করোনা বিপর্যয়! অবসাদে আত্মঘাতী জার্মানির হেসের অর্থমন্ত্রী!

জানা গিয়েছে, ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সাংসদ তহবিল থেকে করোনা চিকিত্সায় দিয়েছেন ৫০ লাখ টাকা। তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, চৌধুরী মোহন জাটুয়া প্রমুখ। কলকাতা দক্ষিণ কেন্দ্রের সাংসদ মালা রায় দিয়েছে ১.১ কোটি টাকা। জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল ও কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ১ কোটি টাকা করে।

আরও পড়ুন-বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম নায়ক এবার নামলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে

উল্লেখ্য, সবেমিলিয়ে জমা হয়েছে ১২ কোটি ৬০ লাখ টাকা। এলাকায় করোনা মোকাবিলায় যেসব কাজে হাত দেওয়া হবে সেখানেই খরচ হবে ওই টাকা।

.