টেবিল-চেয়ার লোপাট, মেঝেতে বসেই কাজ চালাচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর
রমেন্দ্র নাথের দাবি, ওয়ার্ড অফিসের পাশেই দলের কর্মসূচি ছিল। সেখান থেকে দলের কর্মীরা চেয়ারগুলো ভুল করে পার্টি অফিসে নিয়ে যায়
নিজস্ব প্রতিবেদন: দলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। টেবিল, চেয়ার নেই ওয়ার্ড অফিসে। তাই মেঝেতে বসেই ওয়ার্ড চালাচ্ছেন কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তামান কাউন্সিলর লক্ষ্মী ওরাও।
বর্তমান তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, ওয়ার্ড অফিসে পুরসভার ইঞ্জিনায়রের উপস্থিতিতে তিনি অফিসের দায়িত্ব নেন। কিন্তু প্রাক্তন কাউন্সিলর রমেন্দ্র নাথ বাইন ওইসব চেয়ার-টেবিল নিয়ে গিয়েছেন। ওইসব আসবাব নিয়ে গিয়ে কী করছেন তা উনিই জানেন। বিষয়টি পুরসভার উপ-পুরপ্রধানকে জানিয়েছি।
এনিয়ে রমেন্দ্র নাথের দাবি, কেউ চুরি করে নিয়ে যায়নি। ওয়ার্ড অফিসের পাশেই দলের কর্মসূচি ছিল। সেখান থেকে দলের কর্মীরা চেয়ারগুলো ভুল করে পার্টি অফিসে নিয়ে যায়। বেশ কয়েকটি চেয়ার ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তিতে নারাজ একের পর এক হাসপাতাল, ১৩ ঘণ্টা পর মৃত্যু বৃদ্ধের