মাধবডিহিতে খুন তৃণমূল কংগ্রেস কর্মী, পুকুরে মিলল দেহ
BJP-ই এই খুনের ঘটনায় জড়িত। দাবি নিহতের স্ত্রীর। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
নিজস্ব প্রতিবেদন : ফের পূর্ব বর্ধমানের মাধবডিহিতে তৃণমূল কংগ্রেস কর্মী খুন। মৃতের নাম অনিল মাঝি। বয়স ৪২ বছর।
মাধবডিহির পূর্ব পাড়ার বাসিন্দা অনিল মাঝি গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় পুকুরে অনিলের মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। অন্য আরেকটি পুকুরে পড়েছিল তাঁর মোটর সাইকেলটি। মাধবডিহি থানা থেকে ২০০ মিটারের মধ্যে পুকুর থেকে উদ্ধার হয় TMC কর্মী অনিল মাঝির দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
খুনের ঘটনায় রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই, বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি দাবি করেন, BJP-ই এই খুনের ঘটনায় জড়িত। একই দাবি করেছেন নিহত অনিল মাঝির স্ত্রীও। দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। দলীয় কর্মী খুনের ঘটনায় এদিন পুলিস মর্গে যান মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ। তিনি বলেন, অনিল সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন। সেইজন্যই বিজেপি তাঁকে খুন করেছে।
আরও পড়ুন, দুর্যোগে রাজ্যকে ৪১৪ কোটি টাকা সাহায্যের দাবি কেন্দ্রের, খারিজ করল তৃণমূল নেতৃত্ব
আরও পড়ুন, 'শোভনকে খুব মিস করছি', বিধানসভায় দাঁড়িয়ে খোলাখুলি বললেন দেবশ্রী
যদিও বিজেপির তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা বলেন, তৃণমূল কর্মী খুনের পিছনে তৃণমূল-ই দায়ী। দলীয় গোষ্ঠীকোন্দলের জেরেই খুন হতে হয়েছে অনিল মাঝিকে।