ধর্মতলার পথে তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা, ভাঙচুর বিজেপির
যদিও অভিযোগ সাফ খারিজ করে দিয়েছে বিজেপি নেতৃত্ব।
নিজস্ব প্রতিবেদন : একুশের সমাবেশে যোগ দিতে যাওয়া তৃণমূল কর্মী, সমর্থকদের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হুগলির গুড়াপের কাছে ভাঙচুরের ঘটনাটি ঘটে। যদিও তাদের বিরুদ্ধে আনা হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
তৃণমূলের দাবি, বাঁকুড়া থেকে দলীয় কর্মী সমর্থকরা ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। সেইসময় গুড়াপের হিন্দুস্থান হোটেলের কাছে কর্মীদের গাড়িতে হামলা চালানো হয়। ঢিল মেরে স্করপিও গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির পিছনের কাচও।
আরও পড়ুন, কাউন্সিলর স্ত্রী বিজেপিতে, স্বামী যাচ্ছেন একুশের সমাবেশে, বললেন 'আলাদা ঘরে থাকি এখন'
এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও অভিযোগ সাফ খারিজ করে দিয়েছে বিজেপি নেতৃত্ব।