লাউডস্পিকার খারাপ, শোনা যাচ্ছে না ঘোষণা, যাত্রী বিক্ষোভ বেলঘড়িয়া স্টেশনে

Updated By: Sep 22, 2017, 12:26 PM IST
লাউডস্পিকার খারাপ, শোনা যাচ্ছে না ঘোষণা, যাত্রী বিক্ষোভ বেলঘড়িয়া স্টেশনে

ওয়েব ডেস্ক:  লাউডস্পিকার খারাপ, তাই ঠিক মত শোনা যাচ্ছে ট্রেনের ঘোষণা। অভিযোগ তুলে বেলঘড়িয়া স্টেশনে লাইন অবরোধ করে বিক্ষোভ দেখায় যাত্রীরা। শিয়ালদা মেইন শাখায় আপ ও ডাউন লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।

যাত্রীদের অভিযোগ, শুক্রবার সকাল থেকেই বেলঘড়িয়া স্টেশনে ট্রেনের কোনও ঘোষণাই ঠিক মত শোনা যাচ্ছে না। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেলেও সচেতন হতে পারছেন না যাত্রীরা। এর ফলে ব্যস্ত সময়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বেশ কয়েকবার এনিয়ে রেল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। লাইন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। আপাতত ওয়াই ক্রসওভার দিয়ে ট্রেন আনা হচ্ছে ডাউনে। এভাবে ট্রেন সরানোর ফলে যাতায়াতে দেরি হচ্ছে। 

.