দলের জন্মদিনে টুইট বার্তা, দিনটিকে নাগরিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত মমতার

পাশাপাশি বুথে বুথে নাগরিক দিবস পালনেরও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Jan 1, 2020, 10:48 AM IST
দলের জন্মদিনে টুইট বার্তা, দিনটিকে নাগরিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত মমতার

নিজস্ব প্রতিবেদন: আজ তৃণমূল কংগ্রেসের ২২তম প্রতিষ্ঠা দিবস। দিনটিকে স্মরণ করে সকাল সকালই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর দিনটিকে নাগরিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। পাশাপাশি বুথে বুথে নাগরিক দিবস পালনেরও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইট করেই দলের পক্ষ থেকে মা-মা-মাটি-মানুষকে সশ্রদ্ধ প্রণাম জানান তৃণমূল নেত্রী। যে সকল কর্মী-সমর্থকরা নিঃস্বার্থভাবে দলের কাজ করে যান, তাদের অভিনন্দন জানান মমতা। টুইটারে তিনি লেখেন মানুষের আশীর্বাদ ছাড়া এই জায়গায় এসে পৌঁছত না তৃণমূল। তাই মানুষের স্বার্থে তাদের লড়াই চলছে, চলবে। 

আরও পড়ুন: সাময়িক বিদায় শীতের, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

তৃণমূল ভবনে ইতিমধ্যেই পতাকা উত্তোলন করেছেন সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি। ২০২- তে যে NRC এবং CAA-কে হাতিয়ার করেই পুরসভা নির্বাচনে এগোবে তৃণমূল। আজ দলের ২২তম  প্রতিষ্ঠা দিবসে সেই বার্তাই ফের সামনে এসেছে দলের তরফে। এই নাগরিক সংশোধনী আইনের বিরোধীতা করেই পুরসভা নির্বাচন যাবে তৃণমূল  তা কর্মীদের স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন দলের সভাপতি। 

.