উত্তর ২৪ পরগনায় অজানা জ্বরে মৃত ২

Updated By: Nov 2, 2017, 05:29 PM IST
উত্তর ২৪ পরগনায় অজানা জ্বরে মৃত ২

নিজেস্ব প্রতিনিধি : ফের অজানা জ্বরে মৃত্যুর ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনায়। মৃত্যু হল ২ জ্বরের রোগীর। মারা গেলেন বেড়াচাঁপার যাদবপুর গ্রামের বাসিন্দা রাবিয়া বিবি। মৃত্যু হয়েছে বসিরহাটের বাসিন্দা লাইলি বিবিরও।

ডেঙ্গির পাশাপাশি গত কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগনাতে অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যেই জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে একের পর এক রোগী ভর্তি হচ্ছেন এই জ্বর নিয়ে। গত সাতদিন ধরে জ্বরে ভুগছিলেন বেড়াচাপার বাসিন্দা রাবিয়া। প্রথমে ভর্তি ছিলেন বারাসত সদর হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বুধবার রাতে মৃত্যু হয় তাঁর। চিকিত্সকরা জানিয়েছেন, চিকিত্সায় কোনও ভাবেই সাড়া দিচ্ছিলেন না রাবিয়া।

অন্যদিকে, বসিরহাটের মালতিপুরে বাসিন্দা লাইলি বিবিও কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত। ভর্তি ছিলেন বসিরহাট ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকেও রেফার করা হয় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় লাইলির।

আরও পড়ুন- রাজ্যে অজানা জ্বরে মৃত আরও ২

 

.