Visva-Bharati, Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন', বিস্ফোরক বিবৃতি বিশ্বভারতীর

জমি কার? শান্তিনিকেতনের বাড়িতে গিয়ে অর্মত্য সেনের হাতে মাপজোক সংক্রান্ত নথি তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করেছেন বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গেও।

Updated By: Feb 1, 2023, 09:28 PM IST
Visva-Bharati, Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন', বিস্ফোরক বিবৃতি বিশ্বভারতীর

প্রসেনজিৎ মালাকার: 'কান দিয়ে দেখেন। স্তাবকরা যা শোনান, তাই বিশ্বাস করেন, টিপ্পনী করেন'। বিশ্বভারতীর নিশানায় মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক বিবৃতি দিলেন, 'মুখ্যমন্ত্রীর আর্শীবাদ না থাকলে আমাদের সুবিধা। কারণ, বিশ্বভারতী প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে চলতে অভ্যস্ত'।

জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে মুখ্যমন্ত্রী। শান্তিনিকেতনে বাড়িতে গিয়ে নোবেলজয়ীর হাতে জমির মাপজোক সংক্রান্ত নথি তুলে দিয়েছেন তিনি। সঙ্গে Z+ ক্যাটেগরির নিরাপত্তার ঘোষণাও। মুখ্যমন্ত্রী বলেন, 'জমির নথি নিয়ে এসেছি, এটাই প্রামাণ্য নথি। এভাবে কাউকে অপমান করা যায় না'! সঙ্গে হুঁশিয়ারি, 'আমরা আইনত ব্যবস্থা নেব। আইনত কী করব, সেটা পরে জানাব'। এমনকী, বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গে বৈঠকও করেন তিনি। 

আরও পড়ুন: Mamata In Birbhum: অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম দেখবেন কে? বড় ঘোষণা করে দিলেন মমতা

মুখ্যমন্ত্রী সফরের পর এবার বিবৃতি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিবৃতিতে উল্লেখ, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন। তাঁকে তাঁর স্তাবকরা যা শোনান, তাই বিশ্বাস করেন, টিপ্পনী করেন। বিশ্বভারতী সম্বন্ধে জনসমক্ষে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। এটা অস্বাভাবিক নয়। কারণ, তিনি কান দিয়ে দেখেন। তথ্য ও প্রমাণ দেখে মত তৈরি করুন ও চোখ দিয়ে দেখুন'।

এর আগে, শান্তিনিকেতনে অর্মত্য সেনের বাড়ি 'প্রতীচী'র ঠিকানায় চিঠি পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ, 'বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা দখল রেখেছেন অমর্ত্য। সেই জমি দ্রুত বিশ্ববিদ্যালয়কে হস্তান্তরের অনুরোধ করা হচ্ছে'। এমনকী, অমর্ত্য সেনের নোবেলপ্রাপ্তি নিয়েও প্রশ্ন তোলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এরপরই মুখ্যমন্ত্রী নিজে অমর্ত্য সেনের বাড়িতে যান।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.