WB Assembly Election 2021: সোমবার রাজ্যে সপ্তম দফার ভোটগ্রহণ, মোতায়েন ৭৯৬ কোম্পানি Central Force

বার ৩৪ আসনে মোট বুথ সংখ্যা ১২,০৬৮। এর মধ্যে মেইন বুথ ৯১২৪, অক্সিলিয়ারি বুথ ২৯৪৪

Updated By: Apr 24, 2021, 07:07 PM IST
WB Assembly Election 2021: সোমবার রাজ্যে সপ্তম দফার ভোটগ্রহণ, মোতায়েন ৭৯৬ কোম্পানি Central Force

নিজস্ব প্রতিবেদন: সোমবার রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফা। এই দফাতেও নিরাপত্তায় এতটুকু ফাঁক রাখতে রাজী নয় কমিশন।

রাজ্যের ৫ জেলার ৩৪ বিধানসভা কেন্দ্রের ২৮৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারনের দিন মোতায়েন করা হবে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central Force)। শুধুমাত্র বুথ পাহারায় রাখা হচ্ছে ৬৫৩ কোম্পনিকে।

আরও পড়ুন-Oxygen, Covid Vaccine-র আমদানিতে শুল্ক প্রত্যাহার মোদী সরকারের

এই দফায় ভোট নেওয়া হচ্ছে সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি, কুশমন্ডি, কুমারগঞ্জ,বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, ফরাক্কা বিধানসভা আসনে।

আরও পড়ুন-অক্সিজেন সরবরাহে অনৈতিক কাজ করলেই ফাঁসি দেওয়া হবে, হুঁশিয়ারি হাইকোর্টের

আসানসোল(Asansol) দুর্গাপুর কেন্দ্রে মোতায়েন করা হবে ১৫৪ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০৮ কোম্পানি, জঙ্গিপুর পিডিতে ১০২ কোম্পানি, দক্ষিণ কলকাতায় ৬৩ কোম্পানি, মালদহে ১২২ কোম্পানি, মুর্শিদাবাদে ১০২ কোম্পানি, রায়গঞ্জ পিডিতে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

এবার ৩৪ আসনে মোট বুথ সংখ্যা ১২,০৬৮। এর মধ্যে মেইন বুথ ৯১২৪, অক্সিলিয়ারি বুথ ২৯৪৪। মোট ভোটদাতা ৮৬,৭৮,২২১। প্রার্থী রয়েছেন ২৮৪ জন। 

.