ভোট মিটতেই সংঘর্ষ; হরিরামপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন, গঙ্গারামপুরে চলল গুলি
তৃণমূল জেলা সভাপতি বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা
নিজস্ব প্রতিবেদন: ভোট মিটতেই সংঘর্ষ দক্ষিণ দিনাজপুরে। কোথাও তৃণমূলের নিজেদের মধ্যে সংঘর্ষ তো কোথায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল জেলায়।
বুধবার গভীর রাতে হরিরামপুর বিধানসভার কেশরাইল গ্রামে বিজেপি কর্মী মেঘনাদ দেবনাথের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। রাত সাড়ে বারোটা নাগাদ ওই অগ্নিকাণ্ডে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্ট হয়।
আরও পড়ুন-'আবার শীতলকুচি করে দেব,' খাস কলকাতায় বাহিনীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ
বৃহস্পতিবার ওই বিজেপি কর্মীর বাড়ি পরির্দশনে আসেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন ও জেলার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্তবাবুর দাবি, তৃণমূল ক্রমশ কোণঠাসা হচ্ছে। ভোটে তাদের হার নিশ্চিত। তাই তারা এসব করছে। পুলিসকে বলব এলাকায় শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে।
অন্যদিকে, ভোটের পরে তৃণমূলের দুই পক্ষের গোলমালে রণক্ষেত্রের চেহারা নিল শহর গঙ্গারামপুর। বৃহস্পতিবার সকালের ওই ঘটনায় দুই রাউন্ড গুলি চালল উভয়পক্ষের মধ্যে। ভাঙচুর করা হল এক পক্ষের একটি দোকান,মোটর বাইক।
আরও পড়ুন-'দেশের মানুষ মরছে, আর হাত গুটিয়ে বসে আছেন আপনি', কেন্দ্রকে কটাক্ষ দিল্লি হাইকোর্টের
ওই ঘটনায় আগ্নেয়াস্ত্র-সহ একজনকে গ্রেপ্তার করার পাশাপাশি পুলিস উভয় পক্ষের বেশ কয়েকজনকে আটক করে। এলাকা টহলদারি শুরু করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে গঙ্গরামপুর থানার সামনে বড়ো বাজার এলাকায়। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন জেলার অতিরিক্ত পুলিস সুপার গ্রামীণ,মহকুমা পুলিস আধিকারিকরা।
এনিয়ে তৃণমূল জেলা সভাপতি বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। তৃণমূল একটি বড় দল। নিজেদের মধ্যে বিবাদকে রাজনৈতিক রং দেওয়া ঠিক নয়।