WB assembly election 2021: মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একসঙ্গে পুজো দিলেন তৃণমূলের দুই প্রার্থী

জমে উঠেছে ভোটের আবহ।

Updated By: Mar 24, 2021, 04:26 PM IST
WB assembly election 2021: মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একসঙ্গে পুজো দিলেন তৃণমূলের দুই প্রার্থী

নিজস্ব প্রতিবেদন: মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিভিন্ন মন্দিরে পুজো দিলেন তৃণমূলের দুই প্রার্থী।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মালবাজার হনুমান মন্দিরে পুজো দিলেন নাগরাকাটার (nagrakata) তৃণমূল প্রার্থী যোশেফ মুন্ডা (joseph munda) এবং মালবাজারের (malbazar) তৃণমূল প্রার্থী বুলুচিক বড়াইক (bulu chik baraik)। বিধানসভা ভোটের (assembly election) আবহ ধীরে ধীরে তৈরি হয়ে উঠছে বিভিন্ন আসনে। সব দলেরই প্রার্থীনাম ঘোষিত হয়ে গিয়েছে। প্রার্থীরা নেমেও পড়েছেন ভোট প্রচারে।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021: গুরুতর অভিযোগ, ডোমজুড়ে TMC প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে চিঠি Rajib-এর

যোসেফ মুন্ডা এবং বুলুচিক বড়াইক দু'জনেই এক সঙ্গে পুজো দেন হনুমান মন্দিরে। উভয়েই বেশ কিছুক্ষণ ছিলেন মন্দিরে। মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা-সহ আরও কর্মী-সমর্থক ছিলেন তাঁদের সঙ্গে।

মালবাজারের বিধায়ক বুলুচিক বড়াইক মালবাজার সুভাষ মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদানও করেন।

আরও পড়ুন: WB Assembly Election 2021: মোদীর মতো একটাও মিথ্যেবাদী দেখেনি, বাঁকুড়ার সভা থেকে নিশানা মমতার

.