WB Madhyamik 2019: আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কবে, কী জানাল পর্ষদ?

উল্লেখ্য, প্রতিবছর ফল প্রকশের দিনই পরের বছরের পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হয়। তবে এ বছর  কেন এই ব্যাতিক্রম?

Updated By: May 21, 2019, 02:19 PM IST
WB Madhyamik 2019: আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কবে, কী জানাল পর্ষদ?

নিজস্ব প্রতিবেদন: ভোটের আবহেই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রথম দশের মেধা তালিকাও। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE)তরফে জানানো হয়েছে সাফল্যের হার স্বাভাবিকভাবে ঊর্ধ্বমূখী। তবে এদিন আগামী বছরের পরীক্ষার দিন ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ্য, প্রতিবছর ফল প্রকশের দিনই পরের বছরের পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হয়। তবে এ বছর  কেন এই ব্যাতিক্রম? 

আরও পড়ুন: WB Madhyamik Result 2019: মাধ্যমিকে পাশের হার ছুঁয়েছে ৮৬.০৭ শতাংশ, পর্ষদের ইতিহাসে যা সর্বোচ্চ

সাংবাদিক সম্মেলনে কল্যাণময় গাঙ্গুলী জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার দিন স্থির করতে বিভিন্ন প্রশাসনিক মহলে কথা বলতে হয়। আগামী ২৩ মে ভোটের ফল প্রকাশের কারণে প্রত্যেকেই ব্যস্ত থাকার কারণে এইবছর এখনও পরবর্তী পরীক্ষার দিন স্থির করা যায়নি। ভোটের সমস্ত কাজ মিটলেই প্রশাসনিক মহলের সঙ্গে বৈঠকে বসে দিন নির্ধারণ করবে পর্ষদ।

.