WB Panchayat Election 2023: হিংসার ভোটে অন্য ছবি কেশপুরে, একসঙ্গে দাঁড়িয়ে বুথের সামনে সম্প্রীতির সুর শাসক-বিরোধীর

গুলি সংঘর্ষ, বোমাবাজি, ব্যালট বাক্স লুট, ব্যালট পেপারে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সেখানে একেবারে আলাদা ছবি কেশপুর। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের অন্তর্গত উচাহার ১৯৫ বুথে।

Updated By: Jul 8, 2023, 04:27 PM IST
WB Panchayat Election 2023: হিংসার ভোটে অন্য ছবি কেশপুরে, একসঙ্গে দাঁড়িয়ে বুথের সামনে সম্প্রীতির সুর শাসক-বিরোধীর
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্চায়েতের ভোটের শুরু থেকেই সন্ত্রাস অব্যাহত। সংঘর্ষ, বোমাবাজি, ছাপ্পা ভোটে ছয়লাপ রাজ্যর প্রায় প্রতিটা জেলা। গুলি সংঘর্ষ, বোমাবাজি, ব্যালট বাক্স লুট, ব্যালট পেপারে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সেখানে একেবারে আলাদা ছবি কেশপুর। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের অন্তর্গত উচাহার ১৯৫ বুথে। শুরু থেকেই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন, WB Panchayat Election 2023: তারকেশ্বরে নির্দল প্রার্থীর মেয়েকে গুলি, আরামবাগে মাথা ফাটল প্রিসাইডিং অফিসারের

বুথের কাছে একসঙ্গে দাঁড়িয়ে কোলাকুলি করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসে পার্থী শেখ হসিনুদ্দীন ও কংগ্রেস পার্থী আব্দুর জব্বর মল্লিককে। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস তিন রাজনৈতিক দলের প্রার্থী একসঙ্গে ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়া চলছে। ভোটারদের লাইনে দাঁড়িয়ে রয়েছেন যেমন প্রথম ভোটার, তেমনই বর্ষীয়াণ মহিলাও।

ভোট শুরু হতেই জেলায় জেলায় অশান্তি শুরু হয়। অন্যদিকে, ভোটের আগের রাতেই খুন হয় দিনহাটায়। বেলডাঙায় তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ। মৃত্যু হয় শাসক দলের কর্মীর। তুফানগঞ্জে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েতের ৭৩ হাজার ৮৮৭টি বুথের মধ্যে ৯০১৩ টি আসনে ভোট হবে না। অর্থাৎ ওই ১২ শতাংশ আসনে কোনও একটি রাজনৈতিক দল ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে মোট ৬১ হাজার ৬৩৬ বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪ হাজার ৮৪৩। অর্থাৎ, মোট বুথের ৭.৮৪ শতাংশ স্পর্শকাতর বুথ। কোন জেলায় কত স্পর্শকাতর বুথ রয়েছে তার একটি তালিকাও প্রকাশ করে কমিশন। 

আরও পড়ুন, WB Panchayat Election 2023: 'দিদি আর খোকাবাবুকে উচ্ছেদ করেই ছাড়ব, শপথ নিলাম'!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.