Weather Today: আরও নামল পারদ, কতদিন থাকবে ঠান্ডা? জানাল আবহাওয়া দফতর

৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিম্নগামী থাকবে তাপমাত্রা। ৭,৮ এবং ৯ ফেব্রুয়ারি আবার পারদ ঊর্ধ্বগামী হবে। ১০,১১ ফের নিম্নগামী হবে পারদ। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে থেকে এই মরশুমে আর তাপমাত্রা পতনের কোনও সম্ভাবনা নেই। 

Updated By: Feb 3, 2023, 08:44 AM IST
Weather Today: আরও নামল পারদ, কতদিন থাকবে ঠান্ডা? জানাল আবহাওয়া দফতর

অয়ন ঘোষাল: আরও নামল পারদ। পূর্বাভাস অনুযায়ী রাতের তাপমাত্রা নেমে ১৫-র ঘরে। দিনের তাপমাত্রাতেও রাতারাতি প্রায় ২ ডিগ্রি পতন। শীতের আমেজ ফিরল বঙ্গে।

কলকাতা
১৬.৫ থেকে নেমে রাতের তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ের স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। ওদিকে ২৭.৪ থেকে নেমে কাল দিনের তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ের স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আজ রাতে আরও নামতে পারে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৪-র ঘরে। 

তাপমাত্রার বাড়া-কমা
৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিম্নগামী থাকবে তাপমাত্রা। ৭,৮ এবং ৯ ফেব্রুয়ারি আবার পারদ ঊর্ধ্বগামী হবে। ১০,১১ ফের নিম্নগামী হবে পারদ। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে থেকে এই মরশুমে আর তাপমাত্রা পতনের কোনও সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গ
পার্বত্য ও সমতলেও নামবে পারদ। তরাই-ডুয়ার্সের জেলাগুলিতে আজ থেকে রবিবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি পারাপতন। সমতলের জেলা অর্থাৎ মালদা, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে সকালে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। 

পশ্চিমী ঝঞ্ঝা 
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ। একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শনিবার। আবহাওয়ার পরিবর্তন দেশজুড়ে। এর প্রভাবে শুক্রবার থেকে রবিবারের মধ্যে জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিমে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপ 
বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে শ্রীলঙ্কা উপকূলের দিকে ক্রমশ এগোচ্ছে। এর প্রভাবে শ্রীলঙ্কা উপকূল এবং তামিলনাড়ু ও পণ্ডিচেরী করাইকাল উপকূলে উত্তাল হতে পারে সমুদ্র। আজও  ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু উপকূলে।

আরও পড়ুন, 'সমালোচনা করতে হলে সমকক্ষ হতে হয়', বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অনুপম

CBI-এর বদলে ইংল্যান্ডের MI5-এর উপর এবার ভরসা করতে হবে! কড়া তিরস্কার বিচারপতির

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.