West Bengal Election 2021: নন্দীগ্রামে ক্লিন বোল্ড Mamata, প্রথম চার দফায় সেঞ্চুরি BJP-র: Modi
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হারছেন বলে আরও একবার দাবি করেন মোদী (Narendra Modi)।
নিজস্ব প্রতিবেদন: প্রথম চার দফাতেই সেঞ্চুরি করে ফেলেছে বিজেপি। বর্ধমানের জনসভায় এই দাবিই করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর বক্তব্য, হারছেন দেখে হতাশায় ভুগছেন দিদি। তিক্ত কথাবার্তা বলছেন।
এ দিন প্রধানমন্ত্রী (PM Modi) বলেন,'বর্ধমানের দুটি জিনিস প্রসিদ্ধ, চাল ও মিহিদানা। বর্ধমানের মিহিদানা কি দিদি পছন্দ করেন না? তাহলে ওঁর এত তিক্ততা কোথা থেকে এল? আসলে দিদির হতাশা বাড়ছে। সবে ৪ দফা ভোটগ্রহণ হয়েছে। অর্ধেক নির্বাচনেই তৃণমূলকে আপনারা সাফ করে দিয়েছেন। ৪ দফায় বাংলার জনগণ এত চার-ছাক্কা মেরেছে, যে বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে। যাঁরা আপনাদের সঙ্গে খেলা করার কথা ভাবছিলেন, তাঁদের সঙ্গে খেলা হয়ে গিয়েছে। আপনারাই বলুন, দিদি রাগ তো স্বাভাবিক!'
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হারছেন বলে আরও একবার দাবি করেন মোদী (Narendra Modi)। তাঁর কথায়,'নন্দীগ্রামের মানুষ দিদিকে ক্লিন বোল্ড করে দিয়েছেন। দিদির ইনিংস শেষ বাংলায়। দিদির বড় পরিকল্পনা ফেল করে দিয়েছেন বাংলার লোকেরা। বাংলার মানুষ বুদ্ধিমান ও দূরদৃষ্টিসম্পন্ন। দলের অধিনায়কত্ব ভাইপোকে দিতে চেয়েছিলেন দিদি। দিদির এই খেলা সময় থাকতে ধরে ফেলেছে জনতা। দিদির গোটা টিমকে ময়দান ছাড়া করছে মানুষ।'
মোদী (Narendra Modi) আরও বলেন,'দিদি এটাও জানেন, কংগ্রেস ক্ষমতা হারানোর পর আর ফেরেনি। বামেরাও তাই। দিদি আপনি গেলেও আর ফিরতে পারবেন না। দিদি ও ওঁর ঘনিষ্ঠদের কথাবার্তাই বলে দিচ্ছে বড় হারের মুখ দেখতে চলেছে তৃণমূল।'
আরও পড়ুন- 'বেশি খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব', বিতর্কিত মন্তব্য সায়ন্তনের