Mal Block: ক্যাম্প ঘিরে রাখল বুনো হাতির দল, ভাঙল বাঁধ
নতুন বাঁধ ক্ষতিগ্রস্ত হল। দুশ্চিন্তা বাড়ল ঠিকাদার সংস্থার। তবে বাঁধের ক্ষতি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও উপায়ই নেই। কেননা, তারা বুনো হাতি।
নিজস্ব প্রতিবেদন: নতুন বাঁধ ক্ষতিগ্রস্ত হল। দুশ্চিন্তা বাড়ল ঠিকাদার সংস্থার। তবে বাঁধের ক্ষতি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও উপায়ই নেই। কেননা, তারা বুনো হাতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক পাল বুনো হাতি ঘিস নদীর গাইড বাঁধটির ক্ষতি করেছে। মঙ্গলবার রাতে ভুট্টাবাড়ি জঙ্গল থেকে প্রায় ৫৯টি হাতি খাবারের সন্ধানে চলে আসে মাল ব্লকের ঘিস নদী-এলাকায়। প্রথমে হাতির দলটি বাঁধের কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার ক্যাম্পের মধ্যে চলে আসে। ক্যাম্পটিকে চারদিক থেকে ঘিরে ফেলে হাতিগুলি। তখন ক্যাম্পের ভেতরে থাকা ঠিকাদার কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন, আতঙ্কে ক্যাম্পের ভিতরেই ঘাপটি মেরে বসে থাকেন। কয়েকটি হাতি ক্যাম্পের টিনের দেওয়ালে শুঁড় দিতে আঘাত করতে থাকে। এতে তাঁদের আতঙ্ক আরও বাড়ে। প্রায় ১২-১৫ মিনিট এই ভাবে চলে।
এরপর হাতির দলটি ঘিস নদীর নতুন বাঁধে উঠে পড়ে। হাতির পায়ে চাপে বাঁধের পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাঁধের গায়ে বড় বড় গর্ত হয়ে যায়।
ঠিকাদার সংস্থার ম্যানেজার সমীর সরকার বলেন, গতকাল রাত ৭-৮ টা নাগাদ প্রায় ৫০টি হাতি আমাদের ক্যাম্পের চারদিকে ঘিরে ফেলে। হাতির দলটি ক্যাম্পের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। কপাল ভালো, কিছুক্ষণ থেকে নবনির্মিত গাইড বাঁধে উঠে যায় ওরা। বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। এখনও বাঁধের কাজ বাকি আছে। তাই আমাদের ক্যাম্প করেই থাকতে হয়। আমরা ভয়েই আছি। আবার যদি আসে হাতির দল।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Malbazar: দিনভর জঙ্গল থেকে ভেসে এল অজানা জন্তুর হাড়হিম করা ডাক! কী সেটা?