ওরা ভোটার নয়, তাই নির্বাচনী ইস্তেহার থেকে বাদ শিশুদের অধিকার, দাবি, বঞ্চনার কথা

ভোটের মানচিত্রে নেই ওরা । রাজ্য দখলের লড়াইয়ে দুর্নীতি থেকে পরিবর্তনের ঝড়--সবই আছে । কিন্তু কোনও রাজনৈতিক দলের ইশতেহারেই নেই শিশু শ্রম, শিশুদের যৌন নিগ্রহ, অপুষ্টি বা শৈশবেই স্কুল ছাড়ার প্রবণতার কথা । নেই আঠেরোর আগেই জোর করে বিয়ে রোখার অঙ্গীকার । শিশুদের অধিকার নিয়ে এবার সোচ্চার হল কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা । সমস্ত রাজনীতিকদের কাছে তাদের আবেদন, শিশুদের কথাও ভাবুন।