11

নতুন গ্রহের সন্ধান দিল নাসার মহাকাশ যান

নতুন গ্রহের সন্ধান দিল নাসার মহাকাশযান কেপলার মিশন। জোড়া তারাকে কেন্দ্র করে চক্কর লাগায় এই গ্রহটি। গ্রহটি এই দুই পালক তারারই 'হ্যাবিটেবল জোনে'' অবস্থিত। যে কোনও তারার ক্ষেত্রেই এই হ্যাবিটাল জোন হল এমন একটা জায়গা যেখানে যে গ্রহ থাকে তার মধ্যে প্রাণের উপস্থিতির সম্ভাবনা থাকে।