এফডিআইতে পিছু হঠল সরকার

এক পা এগিয়েও শেষপর্যন্ত বিরোধীদের প্রবল বাধার মুখে পড়ে এফডিআই বিল নিয়ে দুপা পিছিয়ে আসতে হল সরকারকে। শরিকদের সঙ্গে সমন্বয় না করেই তড়িঘড়ি বিল আনার চেষ্টা যে ভুল হয়েছিল, হাতেনাতে তার প্রমাণ পেয়েছে কংগ্রেস। শুধু তাই নয়, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের ইস্যুকে ঘিরে  কংগ্রেসের জনপ্রিয়তাও অনেকটাই ধাক্কা খেয়েছে।