৭টি সবচেয়ে কমদামী বিলাসবহুল গাড়ি

অনেকদিন তো হল, আর কতদিন বাসে ট্রামে যাতায়াত করবেন? এবার তো একটা গাড়ি কিনে ফেলুন। তাহলে আর কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করছেন কেন? শুধু কি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর জন্য? কি ভাবছেন গাড়ির অনেক দাম? আরে মার্সিডিজ কিনতে বলছি নাকি? তাহলে খুব ভুল ভাবছেন। এখন গাড়ির দাম অনেক কমে গিয়েছে। একেবারে আপনার সাধ্যের মধ্যে। আপনার সুবিধার্থে সাধ্যের মধ্যে থাকা কয়েকটি গাড়ির সন্ধান দেওয়া হল।

Updated By: Feb 27, 2016, 07:47 PM IST
৭টি সবচেয়ে কমদামী বিলাসবহুল গাড়ি

ওয়েব ডেস্ক: অনেকদিন তো হল, আর কতদিন বাসে ট্রামে যাতায়াত করবেন? এবার তো একটা গাড়ি কিনে ফেলুন। তাহলে আর কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করছেন কেন? শুধু কি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর জন্য? কি ভাবছেন গাড়ির অনেক দাম? আরে মার্সিডিজ কিনতে বলছি নাকি? তাহলে খুব ভুল ভাবছেন। এখন গাড়ির দাম অনেক কমে গিয়েছে। একেবারে আপনার সাধ্যের মধ্যে। আপনার সুবিধার্থে সাধ্যের মধ্যে থাকা কয়েকটি গাড়ির সন্ধান দেওয়া হল।

১) টাটা ন্যানো- দাম ১.৪৩ লক্ষ টাকা।


২) মারুতি সুজুকি ৮০০- দাম ১.৯৬ লক্ষ টাকা।

৩) মারুতি সুজুকি অমনি- দাম ২.১২ লক্ষ টাকা।

৪) হুন্ডাই স্যান্ট্রো জিং- দাম ২.৮৩ লক্ষ টাকা।

৫) মারুতি সুজুকি অল্টো- দাম ২.৩১ লক্ষ টাকা।

৬) মারুতি সুজুকি ইকো- দাম ২.৮৮ লক্ষ টাকা।

৭) টাটা ইন্ডিকা ভি২ জেটা- দাম ২.৭২ লক্ষ টাকা।

.