গ্রাহকদের জন্য এককালীন ৩০০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল!

Updated By: Nov 5, 2017, 04:15 PM IST
গ্রাহকদের জন্য এককালীন ৩০০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল!

নিজস্ব প্রতিবেদন : গ্রাহকদের জন্য এবার এক দুর্দান্ত ডেটা অফার নিয়ে এল এয়ারটেল। গ্রাহকদের এবার ৩০০ জিবি করে ৪জি ডেটা দেবে এয়ারটেল। সঙ্গে আনলিমিটেড ফ্রি ভয়েস কল ও দিনে ১০০টা করে এসএমএস। একবার রিচার্জে এই সুবিধা মিলবে ৩৬০ দিনের জন্য।

এখন এই ৩০০ জিবি ডেটা খরচের ক্ষেত্রে দিনের কোনও ঊর্ধ্বসীমা থাকছে না। অর্থাত্ আপনি চাইলে পুরো ৩০০ জিবি ডেটা একদিনেও খরচ করে ফেলতে পারেন। আবার ৩৬০ দিন ধরেও খরচা করতে পারেন। অর্থাত্ একবার রিচার্জ করে সারা বছরের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন গ্রাহকরা। এই প্ল্যানটি পাওয়ার জন্য গ্রাহকদের এককালীন রিচার্জ করতে হবে ৩,৯৯৯ টাকা দিয়ে। অর্থাত্ মাসের হিসেবে গ্রাহকরা মাসে ৩৩৪ টাকা খরচে ২৫জিবি করে ডেটা পাবেন।

একইসঙ্গে এয়ারটেল তাদের ৩৪৯ টাকার প্ল্যানেও বেশকিছু রদবদল এনেছে। এখন থেকে ৩৪৯ টাকার প্ল্যানে দিনে দেড় জিবি করে ৪জি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। একইসঙ্গে এই প্ল্যানে এবার গ্রাহকরা দিনে ১০০টা করে এসএমএসের সুবিধাও পাবেন।

আরও পড়ুন, ৪জি পরিষেবা বাড়াতে ২৫,০০০ কোটি বিনিয়োগের সিদ্ধান্ত এয়ারটেলের

.