সারাদিনে আপনার কী কী কাজ আছে? জানিয়ে দেবে Alexa Custom Assistant
গেম খেলা থেকে শুরু করে মোবাইল অ্যাপ ব্যবহার সব কিছুতেই ব্যবহার করতে পারবেন Alexa Custom Assistantকে।
নিজস্ব প্রতিবেদন: The Alexa Custom Assistant লঞ্চ করল অ্যামাজন। আপনার প্রয়োজন মেটাবে ইনি। ভারত সহ বিশ্বের সমস্ত দেশে পাওয়া যাবে অ্যামাজন অ্যালেক্সার সুবিধা।
Alexa টেকনোলজি তৈরি করেছে The Alexa Custom Assistant। যে AI টেকনোলজিতে পারদর্শী। ঘুম ভাঙানো থকে শুরু করে, ভিন্ন গলার স্বরে ভিন্ন কাজে ক্ষমতা রাখে।
#Amazon (@amazon) on Thursday announced #Alexa Custom Assistant, a new solution that lets device makers and service providers create intelligent assistants tailored to their brand personality and customer needs. pic.twitter.com/LeQg5bE1CK
— IANS Tweets (@ians_india) January 21, 2021
অ্যামাজন জানিয়েছে, "ব্র্যান্ডের সহকারী অ্যালেক্সা আপনার সঙ্গে নির্বিঘ্নে সহাবস্থান করবে। সহযোগিতাও করবে। গ্রাহকদের তাদের পণ্য এবং পরিষেবা বিশেষজ্ঞ ও বুদ্ধিমান সহকারী হিসাবে কাজ করবে। আলেক্সা ইতিমধ্যে অনেকের মনে জায়গা করে নিয়েছে।" অর্থাৎ আপনার চা গরম আছে কিনা বা কোন কাজ বাকি রয়ে গিয়েছে, কোথায় কোথায় যাবেন, এমনকি গাড়ির কাঁচ খোলা থেকে শুরু করে পার্কিং লট খুঁজে দেবে Alexa Custom Assistant।
The Alexa Custom Assistant দামও অনেক কম করা হয়েছে। পাশাপাশি গাড়িতেও ব্যবহার শুরু হয়েছে। গেম খেলা থেকে শুরু করে মোবাইল অ্যাপ ব্যবহার সব কিছুতেই ব্যবহার করতে পারবেন Alexa Custom Assistantকে।