ফোল্ডেবল আইফোনের পেটেন্টের আবেদন অ্যাপলের

ঠিক যেভাবে বই খোলে এবং বন্ধ হয়, সেভাবেই এবার খোলা-বন্ধ করা যাবে আইফোন! কিছুদিন আগে শোনা গিয়েছিল যে, LG-র সঙ্গে যুক্ত হয়ে ফোল্ডেবল (ভাঁজ করা যাবে) আইফোন নিয়ে আসতে চলেছে অ্যাপল। কিন্তু এবার ফোল্ডেবল আইফোনের জন্য অধিকার দাখিল করল অ্যাপল একাই।

Updated By: Nov 26, 2017, 04:17 PM IST
ফোল্ডেবল আইফোনের পেটেন্টের আবেদন অ্যাপলের

নিজস্ব প্রতিবেদন: ঠিক যেভাবে বই খোলে এবং বন্ধ হয়, সেভাবেই এবার খোলা-বন্ধ করা যাবে আইফোন! কিছুদিন আগে শোনা গিয়েছিল যে, LG-র সঙ্গে যুক্ত হয়ে ফোল্ডেবল (ভাঁজ করা যাবে) আইফোন নিয়ে আসতে চলেছে অ্যাপল। কিন্তু এবার ফোল্ডেবল আইফোনের জন্য অধিকার দাখিল করল অ্যাপল একাই।

আরও পড়ুন : ভোডাফোনে আধার লিঙ্কিং, সিম আপগ্রেড করা এবার আরও সহজ

অ্যাপল সূত্রে জানা গিয়েছে, নতুন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসে একটা ফ্লেক্সিবল অংশ থাকবে। এই অংশটিই ডিভাইসটিকে ভাঁজ করার সুবিধা দেবে। এমনকি ডিভাইসের ডিসপ্লেটিও বইয়ের মতো ভাঁজ করা সম্ভব হবে। ফোল্ডেবল হওয়ায় স্মার্টফোনটি আপনি যেমন খুশি বেন্ডও করতে পারবেন।

সূত্রের খবর, সম্ভাবত আগামি বছর অর্থাত্‌ ২০১৮-তে ফোল্ডেবল ডিজাইনের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে স্যামসং। স্যামসংয়ের নতুন স্মার্টফোনের নাম হতে পারে গ্যালাক্সি এক্স।

আরও পড়ুন : দারুণ অফার! কম খরচে রোজ ১ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল

.