ব্যবহার করা যাবে না চিনা যন্ত্রাংশ, BSNL-কে নির্দেশ নির্দেশ কেন্দ্রের!
BSNL-কে এমনই নির্দেশ দিয়েছে DoT। সূত্রের খবর, MTNL-কেও একই নির্দেশ দেওয়া হচ্ছে বলে।
নিজস্ব প্রতিবেদন: 4G নেটওয়ার্কের উন্নতির কাজে কোনও ভাবেই আর চিনের যন্ত্রাংশ ব্যবহার করা যাবে না। BSNL-কে এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রের টেলিকম মন্ত্রক। সূত্রের খবর, MTNL-কেও একই নির্দেশ দেওয়া হচ্ছে বলে।
জানা গিয়েছে, টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে বেসরকারি মোবাইল পরিষেবা সংস্থাগুলির কাছেও অনুরোধ করা হবে চিনা যন্ত্রাংশের ব্যবহার কমিয়ে ফেলার জন্য। লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার হামলায় ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হওয়ার পর এমনই কড়া পদক্ষেপ করল ভারত সরকার।
সূত্রের খবর, মোবাইলের নেটওয়ার্কের ক্ষেত্রে চিনা সংস্থাগুলি যে সরঞ্জাম তৈরি করছে, তা সম্পূর্ণ নিরাপদ কী না তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তাই BSNL-কে 4G নেটওয়ার্কের মানোন্নয়নের কাজে চিনা দ্রব্য না ব্যবহার করার নির্দেশ দিয়েছে টেলিকম মন্ত্রক (DoT)।
আরও পড়ুন: মারাত্মক বিপজ্জনক এই ৫২টি মোবাইল অ্যাপ, কেন্দ্রকে সতর্ক করলেন গোয়েন্দারা
কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী, এখন থেকে সমস্ত টেলিকম পরিষেবার জন্য প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম নিতে হবে দেশীয় সংস্থার থেকেই। তাই নতুন করে টেন্ডারও ডাকা হবে। এ বার কেন্দ্রীয় নির্দেশে BSNL চিনা দ্রব্য, যন্ত্রাংশ সরকারি ভাবে বর্জনের পথে হাঁটতে চলেছে। অদূর ভবিষ্যতে অন্য বেসরকারি সংস্থাগুলিও হয়তো সেই পথেই হাঁটবে বলে মনে করা হচ্ছে। যদিও মুকেশ আম্বানির সংস্থা Jio তার 4G নেটওয়ার্ক বা এই সংক্রান্ত টেলিকম পরিষেবার ক্ষেত্রে আগে থেকেই চিনা দ্রব্য বা যন্ত্রাংশ ব্যবহার থেকে বিরত থেকেছে।