৫০১ টাকায় স্মার্টফোন আনছে এই মোবাইল কোম্পানি
ফ্রিডম ২৫১। বিশ্বের সবথেকে কমদামী স্মার্টফোন। এই স্মার্টফোনকে ঘিরে যতই তর্ক-বিতর্ক থাকুক না কেন, এটাই বিশ্বের একমাত্র কমদামী স্মার্টফোন। এর আগে এত কম দামে কোনও কোম্পানি স্মার্টফোন বাজারে নিয়ে আসতে পারেনি। তবে এবার প্রতিযোগিতা জোরদার হতে চলেছে ফ্রিডম ২৫১-এর।
Updated By: Aug 29, 2016, 01:27 PM IST