আসছে Jio 5G, লঞ্চ করার সময় জানালেন মুকেশ আম্বানি
পরিষেবাটি আত্মনির্ভর ভারত গড়ে তোলার সহায়ক হবে।
নিজস্ব প্রতিবেদন: ২০২১ সালের মাঝামাঝি সময়ে থেকে ফাইভ জি পরিসেবা চালু করার পরিকল্পনা রয়েছে, বলে জানিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে বক্তব্য রাখার সময় আম্বানি বলেন, 5G-কে চালু করার সময় এসেছে। প্রাথমিক পর্যায়ে দাম কম রাখা হবে। পাশাপাশি সহজলভ্য করার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হবে।
The future holds great potential with rapid tech progress. We need to work together to ensure a timely rollout of 5G to leapfrog into the future and empower millions of Indians: PM @narendramodi
— BJP (@BJP4India) December 8, 2020
এদিন তিনি আরও বলেন, “আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, যে জিও ২০২১ সালের দ্বিতীয়ার্ধে ভারতে 5G ইন্টারনেট ব্যবহারে বিপ্লব আনবে। উন্নত টেকনোলজির সঙ্গে নেটওয়ার্ক পরিষেবা নিয়ে আসা হচ্ছে। ভারতের কোনায় কোনায় পৌঁছে যাবে পরিষেবা। পরিষেবাটি আত্মনির্ভর ভারত গড়ে তোলার সহায়ক হবে। ”