সব রেকর্ড ভেঙে দিলেন ভারতীয়রা!

পিভি সিন্ধু এবং সাক্ষী মালিক শুধুই রিও অলিম্পিক থেকে পদক জেতেননি। জিতেছেন কোটি কোটি দেশবাসীর মনও। আর তাই তাঁদের জন্য সম্স্ত রেকর্ড ভেঙে দিলেন ভারতবাসীরা।

Updated By: Aug 21, 2016, 04:27 PM IST
সব রেকর্ড ভেঙে দিলেন ভারতীয়রা!

ওয়েব ডেস্ক: পিভি সিন্ধু এবং সাক্ষী মালিক শুধুই রিও অলিম্পিক থেকে পদক জেতেননি। জিতেছেন কোটি কোটি দেশবাসীর মনও। আর তাই তাঁদের জন্য সম্স্ত রেকর্ড ভেঙে দিলেন ভারতবাসীরা।

গত কয়েকদিনে গুগল সার্চিংয়ের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। এই কদিনে গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে ভারতীয় অ্যাথলিটদের সম্পর্কে। ১৮ আগস্ট থেকে অরুনাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর এবং সিকিমের মানুষ সবথেকে বেশি গুগল সার্চ করেছেন।

এই প্রসঙ্গে গুগলের থেকে জানা গিয়েছে যে, ১৮ আগস্ট প্রতি ১০ জনের মধ্যে ৭ জন ভারতীয় অ্যাথলিটদের সম্পর্কে গুগল সার্চ করেছেন। সবথেকে বেশি বার সার্চ করা হয়েছে পিভি সিন্ধু, সাক্ষী মালিক, শ্রীকান্ত কিদাম্বি, দীপা কর্মকার, সানিয়া মির্জা, সাইনা নেওয়াল, বিনেশ ফোগাট, ললিতা বাবর, বিকাশ কৃষান যাদব এবং নরসিংহ যাদবের সম্পর্কে।

.