GST এফেক্ট : আইফোন, আইপ্যাডে দেদার ছাড়

GST-র বাজারে আইফোন, আইপ্যাডে দেদার ছাড় দিচ্ছে অ্যাপেল। ৩২GB মেমরির ৬০,০০০ টাকার আইফোন-৭ এখন পাওয়া যাচ্ছে ৫৬,২০০ টাকায়। ১২৮GB মেমরির আইফোন-৭, যার আগে দাম ছিল ৭০,০০০ টাকা, এখন পাওয়া যাচ্ছে ৬৫,০০০ টাকায়। একইরকমভাবে ২৫৬GB-র ৮০,০০০ টাকার ফোনের দাম কমে এখন ৭৪,০০০ টাকা।

Updated By: Jul 2, 2017, 04:59 PM IST
GST এফেক্ট : আইফোন, আইপ্যাডে দেদার ছাড়

ওয়েব ডেস্ক : GST-র বাজারে আইফোন, আইপ্যাডে দেদার ছাড় দিচ্ছে অ্যাপেল। ৩২GB মেমরির ৬০,০০০ টাকার আইফোন-৭ এখন পাওয়া যাচ্ছে ৫৬,২০০ টাকায়। ১২৮GB মেমরির আইফোন-৭, যার আগে দাম ছিল ৭০,০০০ টাকা, এখন পাওয়া যাচ্ছে ৬৫,০০০ টাকায়। একইরকমভাবে ২৫৬GB-র ৮০,০০০ টাকার ফোনের দাম কমে এখন ৭৪,০০০ টাকা।

এখানেই শেষ নয়। আরও আছে... আইফোন-৭ প্লাসের বেস মডেলের দাম এখন ৭২,০০০ টাকা থেকে কমে  ৬৭,৩০০ টাকা। পাশাপাশি ২৭,২০০ টাকার আইফোন SE এখনও পাওয়া যাচ্ছে ২৬,০০০ টাকায়। দাম কমেছে আইফোন ৬এস এরও। ৫০,০০০ টাকা থেকে দাম কমে এখন ৪৬,৯০০ টাকা। এই মুহূর্তে ফোনগুলির উপর শুধুমাত্র ১০ শতাংশ হারে BCD (Basic Customs Duty) ধার্য করা হচ্ছে।

আরও পড়ুন, তালিকায় নেই, তবুও GST-র কোপে 'দামী' হচ্ছে মদ্যপান!

.