জিও এফেক্ট! বিনামূল্যে ৭০ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের অফার ভোডাফোনের

Updated By: Jul 24, 2017, 08:30 PM IST
জিও এফেক্ট! বিনামূল্যে ৭০ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের অফার ভোডাফোনের

ওয়েব ডেস্ক: ভোডাফোন গ্রাহকদের জন্য দারুণ খুশির খবর। রিলায়েন্স জিও –র বিনামূল্যে ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের অফারের এফেক্ট। এবার ৭০ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড কলিং বিনামূল্যে দিচ্ছে ভোডাফোন।

ভোডাফোনের এই ৭০ জিবি ৪জি ডেটার অফার ৭০ দিনের জন্য। এরই সঙ্গে থাকছে আনলিমিটেড কলিংয়ের পরিষেবাও। এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ২৪৪ টাকা। ভোডাফোন গ্রাহকেরা ১ দিনে ১ জিবি করে ৭০ দিনে ৭০ জিবি ৪জি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।

তাহলে যাঁরা ভোডাফোন গ্রাহক, তাঁদের মুখে এবার হাসি ফুটল তো? জিও-র থেকে কম খরচে ডেটা ব্যবহার করুন।

ছাত্র-ছাত্রীদের জন্য নতুন পরিষেবা রিলায়েন্স জিও-র

.