ফের গ্রাহকদের জন্য নতুন পরিষেবা জিও-র

টেলিকম দুনিয়ায় ঝড়। অন্য সমস্ত সার্ভিস প্রোভাইডরদের কুপোকাত। আবার নতুন এক পরিষেবা নিয়ে আসতে চলেছে জিও । গ্রাহকদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে দারুণ দরকারি এই পরিষেবা। কিন্তু এবার কোন পরিষেবা আনতে চলেছে জিও ? জেনে নিন-

Updated By: May 6, 2017, 04:24 PM IST
ফের গ্রাহকদের জন্য নতুন পরিষেবা জিও-র

ওয়েব ডেস্ক: টেলিকম দুনিয়ায় ঝড়। অন্য সমস্ত সার্ভিস প্রোভাইডরদের কুপোকাত। আবার নতুন এক পরিষেবা নিয়ে আসতে চলেছে জিও । গ্রাহকদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে দারুণ দরকারি এই পরিষেবা। কিন্তু এবার কোন পরিষেবা আনতে চলেছে জিও ? জেনে নিন-

সদ্যই নিজেদের টুইটার অ্যাকাউন্টে নতুন পরিষেবার ঘোষণা করেছে জিও । জানা গিয়েছে, খুব শীঘ্রই তারা গ্রাহকদের জন্য ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস নিয়ে আসতে চলেছে।

কিছুদিন আগেই ৩ টাকা প্রতি মিনিট খরচে ইন্টারন্যাশনার কলিংয়ের ঘোষণা করে জিও। যার মাধ্যমে গ্রাহকেরা ইউনাইটেড কিংডম, আমেরিকা, কানাডা, হংকং, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, ইতালি, লুক্সেমবার্গ, মালতা, পোল্যান্ড, পর্তুগাল, পুয়ের্তো রিকো, সুইডেন, সুইত্‌জারল্যান্ড, এবং তাইওয়ানে মাত্র ৩ টাকা প্রতি মিনিটে এবং ৪.৮ টাকা প্রতি মিনিটে কথা বলতে পারেন। নতুন পরিষেবা অর্থাত্‌, ইন্টারন্যাশনার রোমিং সার্ভিস আসলে আরও উপকৃত হবেন জিও গ্রাহকেরা। এমনটাই মনে করা হচ্ছে।

চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন গুজরাট লায়ন্সের ব্রেন্ডন ম্যাককালাম

.