অপেক্ষার অবসান! ভারতের বাজারে এল ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr 2019

এবার দেখে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন...

Edited By: সুদীপ দে | Updated By: Mar 16, 2020, 02:23 PM IST
অপেক্ষার অবসান! ভারতের বাজারে এল ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr 2019

নিজস্ব প্রতিবেদন: অবশেষে ভারতের বাজারে এসে উপস্থিত হল Motorola-র নতুন মডেল। মার্কিন এই সংস্থা নিয়ে এল Motorola Razr 2019। এই ফোন তৈরি হয়েছে ফোল্ডেবেল ফোন হিসাবে। কোনও দোকানে না, আপাতত অনলাইনেই পাওয়া যাবে এই ফোন। সোমবার বেলা ১২টা থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে এই ফোন। কিন্তু আশ্চর্য বিষয় এই ফোনের দাম ভারতীয় বাজারে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি। আমেরিকায় এই ফোনের দাম ১,৫০০ ডলার। এবার দেখে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন।

Motorola Razr 2019 স্পেসিফিকেশন:

১) এই ফোনে থাকছে Snapdragon 710 চিপসেট।

২) ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ থাকছে এই ফোনে।

৩) ৬.২ ইঞ্চের ডিসপ্লে থাকছে এই ফোনে। এছাড়াও ফোনে থাকছে পি-ওএলইডি ডিসপ্লে।

আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Realme 6i-এর স্পেসিফিকেশন!

৪) এই ফোনের পিছনে ১৬ মেগাপিক্সল ক্যামেরা-সহ এলইডি ফ্ল্যাস থাকছে আর সামনে থাকছে ৫ মেগাপিক্সল ক্যামেরা।

৫) এই ফোনে ব্যাটারিতে থাকছে ২৫১০ mAh।

৬) এই ফোনে থাকছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

.