এবার তার ছাড়াই চার্জ হবে মোবাইল! (ভিডিও)
সারাদিন মোবাইলে খুট খুট। ফেসবুক, হোয়াটস অ্যাপ, চ্যাটিং, সেলফি। এই করে মোবাইলে চার্জ থাকে না বেশিক্ষণ। ব্যস তখন চার্জে বসিয়ে সেখানে দাঁড়িয়ে বা বসেই আমাদের মোবাইল ব্যবহার করতে হয়। মানে সুইচ বোর্ডের সামনে ঠায় দাঁড়িয়ে থাকা। বিরক্তিকর এই ব্যাপার থেকে মুক্তি দিতে এবার এসে গেল তার ছাড়া মোবাইল চার্জার।
ওয়েব ডেস্ক: সারাদিন মোবাইলে খুট খুট। ফেসবুক, হোয়াটস অ্যাপ, চ্যাটিং, সেলফি। এই করে মোবাইলে চার্জ থাকে না বেশিক্ষণ। ব্যস তখন চার্জে বসিয়ে সেখানে দাঁড়িয়ে বা বসেই আমাদের মোবাইল ব্যবহার করতে হয়। মানে সুইচ বোর্ডের সামনে ঠায় দাঁড়িয়ে থাকা। বিরক্তিকর এই ব্যাপার থেকে মুক্তি দিতে এবার এসে গেল তার ছাড়া মোবাইল চার্জার।
উত্তর আমেরিকার জনপ্রিয় মোবাইল ব্যাটারি কেস প্রস্তুতকারক কোম্পানি 'মফিয়া' নিয়ে এসেছে আইফোনের জন্য চমকদার এক ব্যাটারি কেস। এই ব্যাটারি কেসের মাধ্যমে তার ছাড়াই মোবাইল চার্জ দেওয়া যাবে।
এই অভিনব ব্যাটারি কেসের মাধ্যমে কীভাবে আপনার স্মার্টফোনটিকে চার্জ করবেন তা ভিডিওতে দেখে নিন।