এবার হোয়াটস অ্যাপে এটাও করতে পারবেন!

ফেসবুক অন্তর্গত জনপ্রিয় মেসেজিং সাইট হোয়াটস অ্যাপ এবার থেকে GIF ইমেজও সাপোর্ট করবে। এতদিন পর্যন্ত হোয়াটস অ্যাপে JPEG ইমেজ সাপোর্ট করলেও GIF ইমেজ সাপোর্ট করত না। এবার ব্যবহারকারীদের সুবিধার জন্য iOS বেটা রিলিজে এই নতুন ফিচার্সটি যোগ করেছে হোয়াটস অ্যাপ। এখন থেকে হোয়াটস অ্যাপে GIF ইমেজ সেভ করতে পারবেন। তবে এই ফিচার্স অ্যান্ড্রয়েড অ্যাপে ব্যবহার করা যাবে না।

Updated By: Jun 8, 2016, 02:10 PM IST
এবার হোয়াটস অ্যাপে এটাও করতে পারবেন!

ওয়েব ডেস্ক: ফেসবুক অন্তর্গত জনপ্রিয় মেসেজিং সাইট হোয়াটস অ্যাপ এবার থেকে GIF ইমেজও সাপোর্ট করবে। এতদিন পর্যন্ত হোয়াটস অ্যাপে JPEG ইমেজ সাপোর্ট করলেও GIF ইমেজ সাপোর্ট করত না। এবার ব্যবহারকারীদের সুবিধার জন্য iOS বেটা রিলিজে এই নতুন ফিচার্সটি যোগ করেছে হোয়াটস অ্যাপ। এখন থেকে হোয়াটস অ্যাপে GIF ইমেজ সেভ করতে পারবেন। তবে এই ফিচার্স অ্যান্ড্রয়েড অ্যাপে ব্যবহার করা যাবে না।

প্রসঙ্গত, গত মাসে হোয়াটস অ্যাপ অনেকগুলি জরুরি ফিচার্স যোগ করেছিল। ডকুমেন্ট শেয়ারিং থেকে শুরু করে ভিডিও কলিং। এই সমস্ত ফিচার্সের জন্য আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটস অ্যাপ।

.