ফাঁস হল ভারতের প্রথম স্মার্টফোন iQoo3-এর দাম ও স্পেসিফিকেশন

একটি রিপোর্টে এই ফোনের দাম ও স্পেসিফিকেশন জানা গিয়েছে। 

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Feb 21, 2020, 02:15 PM IST
ফাঁস হল ভারতের প্রথম স্মার্টফোন iQoo3-এর দাম ও স্পেসিফিকেশন

নিজস্ব প্রতিবেদন:এবার ভারতে লঞ্চ হচ্ছে প্রথম স্মার্টফোন। iQoo3 লঞ্চ করছে ভারতের প্রথম স্মার্টফোন। ২৫ ফেব্রুয়ারি লঞ্চ করছে এই ফোন। একটি রিপোর্টে এই ফোনের দাম ও স্পেসিফিকেশন জানা গিয়েছে। সামনে এসেছে ফোনের সামনে ও পিছনের রঙ। ভলকানো অরেঞ্জ, টরনাডো ব্ল্য়াক ও কোয়ান্টম সিলভারে পাওয়া যাবে এই ফোন। অফলাইন স্টর ও Flipkart-এ এই ফোন বিক্রি হবে।

iQoo3-এর স্পেসিফিকেশন:

১) ফোনের পিছনে থাকছে ৪টি ক্য়ামেরা। আর এই ক্য়ামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।  

২) এই ফোনে থাকছে Snapdragon ৮৬৫ চিপসেট। 

৩) দুটি ভেরিয়েন্টে আসছে এই ফোন। 4G ও 5G।

৪) গেমিংয়ের জন্য় এইফোনে থাকবে একটি বিশেষ বাটন। আরও থাকছে ১৮০ Hz টাচ রেসপন্স।

আরও পড়ুন:জলের দরে চার্জেবল, স্মার্ট টুথ ব্রাশ আনল Xiaomi!

৫) জানা গিয়েছে, এই ফোনে থাকছে একটি Super AMOLED ডিসপ্লে। আর সামনে থাকছে হোল পাঞ্চ ডিসপ্লে। 

৬) ফোনের ভিতরে থাকছে LPDDR5 RAM, UFS ৩.১ স্টোরেজ। 

৭) থাকছে ৪,৪০০ mAh ব্য়াটারি। তার সঙ্গে রয়েছে ৫৫W ফাস্ট চার্জ সাপোর্ট। 

৮) সাউন্ডের জন্য় থাকছে HiFi AK4377A PA অ্য়াম্প।

৯) ফোনের উপরে থাকছে ৩.৫ মিমি অডিও জ্য়াক।

১০) 4G ভেরিয়েন্টের ফোন পাওয়া যাবে ৩৫,০০০-এ। আর 5G ভেরিয়েন্টের ফোন পাওয়া যাবে ৪০,০০০-এ।

.