১,০০০ টাকা সস্তা হল Realme 5 Pro-এর সবকটি স্টোরেজ ভেরিয়েন্ট!

দেখে নিন Realme 5 Pro-এর নতুন দাম...

Edited By: সুদীপ দে | Updated By: Jan 29, 2020, 11:44 AM IST
১,০০০ টাকা সস্তা হল Realme 5 Pro-এর সবকটি স্টোরেজ ভেরিয়েন্ট!

নিজস্ব প্রতিবেদন: দাম কমল Realme 5 Pro-এর। মিড সেগমেন্ট ফোনেই ৮ জিবি RAM, কোয়াড ক্যামেরার মতো একাধিক আকর্ষণীয় ফিচার্স থাকছে Realme 5 Pro-তে। এই ফোনের সব ভেরিয়েন্টের দাম ১,০০০ টাকা কমেছে। ইতিমধ্যেই Flipkart আর Realme.com থেকে নতুন দামে এই ফোন বিক্রি শুরু করেছে সংস্থা।

Realme 5 Pro-এর ইতিবাচক রিভিউও দিয়েছেন স্মার্টফোন বিশেষজ্ঞরা। এবার এক নজরে দেখে নিন Realme 5 Pro-এর স্পেসিফিকেশন আর নতুন দাম...

Realme 5 Pro-এর স্পেসিফিকেশন আর নতুন দাম:

১) ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। থাকছে ডিউ-ড্রপ নচ।

২) তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme 5 Pro।  ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ৬ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং ৮ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ  ভেরিয়েন্টে পাওয়া যাবে স্মার্টফোনটি।

৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম আর Snapdragon ৭১২ চিপসেট।

৪) ছবি তোলার জন্য থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৮ মেগাপিক্সেলে (আল্ট্রা ওয়াড সেন্সার) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো সেন্সার) + ২ মেগাপিক্সেল (ডেপ্থ সেন্সার)ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৫) এই ফোনে থাকছে ৪,০৩৫ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। এর সঙ্গেই থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

আরও পড়ুন: মার্কিন নির্ভরশীলতার দিন ফুরল; এবার অ্যানড্রয়েড স্মার্টফোনেও জুড়ে গেল ISRO-র প্রযুক্তি!

৬) Realme 5 Pro-এর ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টের (বেস ভেরিয়েন্ট) নতুন দাম ১২,৯৯৯ টাকা। ৬ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। ৮ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা।

.