মাত্র ৫০ সেকেন্ডেই সব বিক্রি হয়ে গেল চিনা সংস্থা Redmi-র নতুন স্মার্টফোন
তবে এই প্রথম নয়, বিভিন্ন চিনা সংস্থারই স্মার্টফোনেরই যথেষ্ট চাহিদা রয়েছে ভারতের বাজারে। উদাহরণস্বরূপ গত সপ্তাহ থেকেই বেশ ভালই বিক্রি হচ্ছে Oneplus ও Xiaomi-এর নতুন মডেলগুলির।
নিজস্ব প্রতিবেদন : বাজারে আসার মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেল সব Redmi Note 9 Pro Max স্মার্টফোন। জনপ্রিয় চিনা সংস্থার নতুন স্মার্টফোন বাজারে আসার প্রথম দিনেই ৫০ সেকেন্ডে 'আউট অব স্টক' হয়ে গেল। আর তাতেই প্রশ্ন জাগছে, চিনা দ্রব্য বয়কটের ডাক কি তবে শুধু সোশ্যাল মিডিয়া ও মিছিলেই সীমাবদ্ধ?
ভারতে সংস্থার প্রধান মনুকুমার জৈন এদিন টুইট করে Redmi Note 9 Pro Max-এর বাজারে আসার প্রথম দিনেই বড় সাফল্যের কথা জানান। তিনি লেখেন, "আজকের সেল-এ ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্টক শেষ হয়ে যায়।" সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদও জানান মনুকুমার।
Today's sale of #RedmiNote9ProMax was out of stock in less than 50 seconds.
Thank you all for your love and support. #NoMiWithouYou
All of us are working very hard to bring more quantity next week.#Xiaomi #RedmiNote #IloveRedmiNote https://t.co/mN0WWMDphz
— Manu Kumar Jain (@manukumarjain) June 24, 2020
অল্প সময়েই বিক্রি হয়ে যাওয়ায় অনেকে উইশলিস্টে রেখেও Redmi Note 9 Pro Max কিনতে পারেননি। ফলে তাদের জন্যও আগামী সপ্তাহেই আরও বেশি স্টকসহ ফোন সেল-এ আনা হবে বলে জানিয়েছেন মনুকুমার। যদিও জানিয়ে রাখা ভাল, ঠিক কটা স্মার্টফোন বিক্রয় হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থা।
তবে এই প্রথম নয়, বিভিন্ন চিনা সংস্থারই স্মার্টফোনেরই যথেষ্ট চাহিদা রয়েছে ভারতের বাজারে। উদাহরণস্বরূপ গত সপ্তাহ থেকেই বেশ ভালই বিক্রি হচ্ছে Oneplus ও Xiaomi-এর নতুন মডেলগুলির। অর্থাত্, অনলাইনে প্রতিবাদের ঝড় উঠলেও অনলাইনেই দিব্যি চাহিদা রয়েছে চিনা সংস্থার স্মার্টফোনের।
ওয়াকিবহাল মহলের মতে, এর পেছনে একাধিক কারণ রয়েছে। ভারতে জনপ্রিয় চিনা স্মার্টফোন সংস্থার সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে কম থেকে মধ্য বাজেট সেগমেন্টে চিনা স্মার্টফোন বাদ দিলে খুব কম সংস্থারই অপশন থাকে। তাছাড়া চিনা সংস্থাগুলিতে সাধ্যের মধ্যেই ফিচারের পরিমাণও অনস্বীকার্যভাবে বেশি।
একসময়ে চিনা স্মার্টফোন দ্রুত খারাপ হওয়ার বদনাম থাকলেও, সময়ের সঙ্গে ভারতের বাজারে ব্যবসার সম্ভাবনা দেখে সেদিকে নজর দিয়েছে চিনা সংস্থাগুলি। ভাল বিল্ড কোয়ালিটির দিকে নজর দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত সার্ভিস সেন্টার স্থাপন করেছে চিনা সংস্থাগুলি। ফলে, এই স্মার্টফোন সংস্থাগুলির উপর নির্ভরযোগ্যতা বেড়েছে ভারতীয় ক্রেতাদের।
আরও পড়ুন : চিনাদের ঘর দেব না, জানিয়ে দিল এই হোটেল মালিকদের সংগঠন