3G/4G ডেটা ট্যারিফ অনেক কমিয়ে দিল এই সার্ভিস প্রোভাইডরেরা!

সম্প্রতি রিলায়েন্স জিও লঞ্চ করেছে। মোবাইল সার্ভিস প্রোভাইডর রিলায়েন্স জিও ডেটা ট্যারিফ আরও কমিয়ে দিয়েছে। এবার আরও কম খরচে ডেটা ব্যবহার করতে পারবেন। শুধু রিলায়েন্স জিও নয়, ভারতী এয়ারটেল, আইডিয়াও তাদের ডেটা ট্যারিফ অনেক কমিয়ে দিয়েছে।

Updated By: Jul 19, 2016, 10:13 AM IST
3G/4G ডেটা ট্যারিফ অনেক কমিয়ে দিল এই সার্ভিস প্রোভাইডরেরা!

ওয়েব ডেস্ক: সম্প্রতি রিলায়েন্স জিও লঞ্চ করেছে। মোবাইল সার্ভিস প্রোভাইডর রিলায়েন্স জিও ডেটা ট্যারিফ আরও কমিয়ে দিয়েছে। এবার আরও কম খরচে ডেটা ব্যবহার করতে পারবেন। শুধু রিলায়েন্স জিও নয়, ভারতী এয়ারটেল, আইডিয়াও তাদের ডেটা ট্যারিফ অনেক কমিয়ে দিয়েছে।

নতুন ডেটা ট্যারিফগুলো জেনে নিন-

ভারতী এয়ারটেলের নতুন 3G/4G ডেটা ট্যারিফ- (পুরনো ডেটা ব্যাকেটে দেওয়া)

580MB (440MB)- ১৪৫ টাকা

3GB (2GB)- ৪৫৫ টাকা ২৮ দিনের জন্য

আরও পড়ুন ফেসবুকের নতুন ফিচার্স আপনাকে চমকে দেবেই!

5GB (3GB)- ৬৫৫ টাকা ২৮ দিনের জন্য

6GB (4GB)- ৭৫৫ টাকা ২৮ দিনের জন্য

7GB (5GB)- ৮৫৫ টাকা ২৮ দিনের জন্য

10GB (6.5GB)- ৯৮৯ টাকা ২৮ দিনের জন্য

আইডিয়া সেলুলার নতুন 3G/4G ডেটা ট্যারিফ- (পুরনো দাম ব্যাকেটে দেওয়া)

2GB- ৩৪৯ টাকা ২৮ দিনের জন্য (৪৪৯ টাকা)

5GB- ৬৪৯ টাকা ২৮ দিনের জন্য (৮৪৯ টাকা)

10GB- ৯৯০ টাকা ২৮ দিনের জন্য (১৩৪৯ টাকা)

রিলায়েন্স জিও-

যদিও রিলায়েন্স জিও-র মোবাইল ইন্টারনেট দাম সঠিকভাবে কত তা জানা যায়নি। তবে সূত্র থেকে জানা গিয়েছে যে, এই মোবাইল কোম্পানি ২৯৯৯ টাকায় ৩ মাস আনলিমিটেড নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা দিচ্ছে।

আরও পড়ুন এবার মোবাইলের নতুন কানেকশনের জন্য ঠিকানার প্রমাণপত্র হিসেবে দিতে পারবেন আরও সহজ জিনিস!

.