স্মার্টফোনের মুছে যাওয়া তথ্য উদ্ধার করবে এই অ্যাপ

অনেক সময়েই দেখা যায়, অপরাধ ঢাকতে অপরাধীরা তাদের স্মার্টফোন থেকে তথ্য মুছে দেয়। কখনও কখনও সেই তথ্য অপরাধীদের ধরতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কিন্তু তথ্য মুছে দেওয়ার জন্য অপরাধীরা অনেক সময়েই ধরা পড়ে না। তাই এবার বিজ্ঞানীরা নিয়ে এসেছেন এমন এক পদ্ধতি, যাতে স্মার্টফোনের তথ্য ফেরত পাওয়া যাবে। তবে এই টুলস শুধুমাত্র অপরাধীদের পাকরাও করতেই ব্যবহার করা যাবে।

Updated By: Aug 13, 2016, 04:34 PM IST
স্মার্টফোনের মুছে যাওয়া তথ্য উদ্ধার করবে এই অ্যাপ

ওয়েব ডেস্ক: অনেক সময়েই দেখা যায়, অপরাধ ঢাকতে অপরাধীরা তাদের স্মার্টফোন থেকে তথ্য মুছে দেয়। কখনও কখনও সেই তথ্য অপরাধীদের ধরতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কিন্তু তথ্য মুছে দেওয়ার জন্য অপরাধীরা অনেক সময়েই ধরা পড়ে না। তাই এবার বিজ্ঞানীরা নিয়ে এসেছেন এমন এক পদ্ধতি, যাতে স্মার্টফোনের তথ্য ফেরত পাওয়া যাবে। তবে এই টুলস শুধুমাত্র অপরাধীদের পাকরাও করতেই ব্যবহার করা যাবে।

আরও পড়ুন ১ বছরের জন্য ফ্রি ইন্টারনেট দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!

পারডু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন অক অ্যাপ নিয়ে এসেছেন যা অপরাধী ধরতে খুবই কাজে দেবে। এই বিজ্ঞানীদের মধ্যে একজন ভারতীয় বংশদ্ভূতও রয়েছেন। তাঁরাই এই অ্যাপ তৈরি করেছেন। RetroScope নামে এই অ্যাপ থেকে স্মার্টফোনের মুছে যাওয়া যাবতীয় তথ্য ফেরত পাওয়া যাবে।

.