সুপার সান ডে-তে মেক্সিকোর মুখোমুখি অরেঞ্জ ব্রিগেড
সুপার সান ডে-তে ব্রাজিল বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধে নামছে নেদারল্যান্ডস। গ্রুপ লিগে দুরন্ত ফর্মে থেকে নক আউটের অভিযান শুরু কমলা ব্রিগেডের। রবেন-ভ্যান পার্সির ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। অন্যদিকে গ্রপ লিগে অপরাজিত থেকে নকআউটে খেলতে নামছে মেক্সিকো। গ্রুপ লিগে তিনটি ম্যাচ জিতে ও ঝড় তুলে শেষ ষোলোর ম্যাচে খেলতে নামছে নেদারল্যান্ডস।
সুপার সান ডে-তে ব্রাজিল বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধে নামছে নেদারল্যান্ডস। গ্রুপ লিগে দুরন্ত ফর্মে থেকে নক আউটের অভিযান শুরু কমলা ব্রিগেডের। রবেন-ভ্যান পার্সির ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। অন্যদিকে গ্রপ লিগে অপরাজিত থেকে নকআউটে খেলতে নামছে মেক্সিকো। গ্রুপ লিগে তিনটি ম্যাচ জিতে ও ঝড় তুলে শেষ ষোলোর ম্যাচে খেলতে নামছে নেদারল্যান্ডস।
সাম্বা দেশে খুব তাড়াতাড়ি বিশ্বকাপ জেতার দাবিদার হয়ে উঠেছে লুই ভ্যান গালের দল। প্রত্যাশার চাপ নিয়ে রবিবার মেক্সিকোর বিরুদ্ধে খেলতে নামছে কমলা ব্রিগেড। তবে ফর্তেলেজা স্টেডিয়ামে মেক্সিকোর পাশাপাশি ডাচদের সামলাতে হবে ব্রাজিলের গরম। দিনের বেলা ফর্তেলেজার তাপমাত্রা তিরিশেরও বেশি থাকছে।
রবিবার ব্রাজিলের সময় ম্যাচ শুরু দুপুর একটায়। তাই ইউরোপের দলটির সামনে নব্বই মিনিটের লড়াই বেশ চ্যালেঞ্জিং। নক আউটের লড়াইয়ে কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরছেন রবিন ভ্যান পার্সি। সেরা গোলমেশিনের মাঠে ফেরা যদি স্বস্তি দিয়ে থাকে ভ্যান গালকে তবে চিন্তা হচ্ছে দলের বেশ কয়েকজনের ফিটনেস সমস্যা। ম্যাচের আগেরদিন আলাদা অনুশীলন করলেন ডি জং, রবেন, ব্লাইন্ড, ডি ভিজরা। ব্রুনো মার্টিন্সে খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে এই ডাচ দলের প্রধান শক্তি তাদের অ্যাটাকিং লাই আপ। স্নাইডার, রবেন ও ভ্যান পার্সিকে সামনে রেখে বাজিমাত করতে চাইছেন ভ্যান গাল। অন্যদিকে ব্রাজিলকে আটকে নক আউটে খেলতে নামছে মিগুয়েল হেরেরার মেক্সিকো। লাতিন আমেরিকার এই দলটি বেশ আনপ্রেডিক্টেবল।
নক আউট ম্যাচে মেক্সিকো সব সময়ই ভয়ঙ্কর। এই ফর্তেলেজাতেই নেইমারদের আটকে ডাচদের মুখোমুখি হচ্ছে মেক্সিকো। অতীতে দুবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে তারা। কার্ড সমস্যায় রবিবার খেলতে পারছেন না জুয়ান ভাজকুয়েজ। বাকি দলে বিশেষ পরিবর্তন হচ্ছে না। মার্কেজ, পেরালটা, ডস স্যান্টসরাই এই দলের বড় ভরসা। গোলে রয়েছেন ব্রাজিল ম্যাচের নায়ক ওচোয়া। পরিসংখ্যান বলছে মোট ছবার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। যার মধ্যে তিনটি ম্যাচ জিতেছে ডাচরা ও দুটি ম্যাচ জিতেছে মেক্সিকো। একটি ম্যাচ অমিমাংসিতভাবে শেষ হয়। তাই দুরন্ত ফর্মে থাকলেও নেদারল্যান্ডসের জন্য ম্যাচটা বেশ কঠিন।