জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্ক, মৃত ২৯

জঙ্গি হামলায় জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্ক। তুরস্কের ভোডাফোন এরিয়া স্টেডিয়ামের বাইরে জোড়া বিস্ফোরণ হয়। প্রথমটি আত্মঘাতী বিস্ফোরণ। পরেরটি গাড়িবোমা। ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। জখম ১৬৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: Dec 11, 2016, 08:58 AM IST
জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্ক, মৃত ২৯

ওয়েব ডেস্ক : জঙ্গি হামলায় জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্ক। তুরস্কের ভোডাফোন এরিয়া স্টেডিয়ামের বাইরে জোড়া বিস্ফোরণ হয়। প্রথমটি আত্মঘাতী বিস্ফোরণ। পরেরটি গাড়িবোমা। ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। জখম ১৬৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- দু'দিনে ৩৯টি ISIS ঘাঁটি ধ্বংস!

গতকাল সন্ধে বেলায় তুরস্ক লিগ ম্যাচ শেষ হওয়া মাত্রই জোড়া বিস্ফোরণে কেপে ওঠে স্টেডিয়ামের বাইরে ও ভিতরে। প্রথম বিস্ফোরণটি স্টেডিয়ামের মধ্যেই ঘটানো হয়। আত্মঘাতী বোমা বিস্ফোরণে সেখানে মৃত্যু হয়   ২৭ জন পুলিস কর্মীর। এরপর  স্টেডিয়ামের বাইরে মক্কা পার্কের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণ বহু মানুষ জখম হয়েছেন। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কুরদিস জঙ্গিগোষ্ঠীই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে বলে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান।

.